১৫১ টাকায় অনেক ডেটা সঙ্গে তিন মাস Hotstar ফ্রি, Jio-Airtel এর ঘুম কেড়ে দারুণ প্ল্যান আনল Vi

বাংলাহান্ট ডেস্ক : টেলিকম কোম্পানি Vodafone Idea ব্যবহারকারীদের জন্য অনেক দুর্দান্ত প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। এর মধ্যে একটি হল Vodafone Idea এর 151 টাকার প্ল্যান। কোম্পানির এই ডেটা অ্যাড অন প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সেরা যারা কম খরচে ডেটা এবং বিনোদন চান।

এই ডেটা অ্যাড অন প্ল্যানে, আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য 30 দিনের বৈধতা এবং মোট 8 GB ডেটা পাবেন। প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানি তিন মাসের জন্য Disney+ , Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে।

এই প্ল্যানগুলিতে, Sony Liv-এর সাবস্ক্রিপশন ফ্রি:

Vi 82 টাকার প্ল্যানে 14 দিনের বৈধতা দিচ্ছে। এই প্ল্যানে, আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য মোট 4 জিবি ডেটা পাবেন। প্ল্যানটির বিশেষ বিষয় হল এতে আপনি 28 দিনের জন্য Sony Liv-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।

Vodafone Idea তার 698 টাকার প্ল্যানে Sony Liv-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও অফার করছে, যা এক বছরের জন্য স্থায়ী হয়। এতে আপনি মোট 10 জিবি ডেটাও পাবেন। প্ল্যানটির বৈধতা 28 দিনের।

vodafone idea vi

Vi-এর সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান:

  • Vodafone Idea এর পোর্টফোলিওতে 19 টাকা, 29 টাকা ও 39 টাকার সস্তা প্ল্যানও আছে।
  • 19 টাকার প্ল্যানে কোম্পানি 24 ঘন্টা বৈধতা এবং 1 জিবি ডেটা দিচ্ছে।
  • 29 টাকার প্ল্যানে আপনি 2 দিনের বৈধতা এবং 2 জিবি ডেটা পাবেন।
  • একই সাথে, 39 টাকার প্ল্যানে, কোম্পানি 7 দিনের বৈধতার সাথে ও 3 জিবি ডেটা অফার করছে।
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর