দেশের সম্মানের ব্যাপার, লুকানো সত্যিও সামনে আসবে! কাশ্মীর নিয়ে বড় ঘোষনা বিবেকের

বাংলাহান্ট ডেস্ক: দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files), এমন একটি ছবি যা অন্তর থেকে নাড়িয়ে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্র জগৎকে। কঠিন বাস্তবকে ছবির মাধ্যমে সর্বসমক্ষে এনেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। একই সঙ্গে বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত ছবিও এটি। মুক্তির পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো চর্চায় দ্য কাশ্মীর ফাইলস, আর সেটাও বিতর্কের জন্যই।

অতি সম্প্রতি দ্য কাশ্মীর ফাইলসকে ‘অশ্লীল, প্রোপাগান্ডা’ মূলক ছবি বলে বিতর্কের সূত্রপাত করেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। পালটা বিবেক অগ্নিহোত্রী চ্যালেঞ্জ ছোঁড়েন, ছবির কোনো ঘটনা সম্পূর্ণ সত্য নয় তা প্রমাণ করতে পারলেই তিনি পরিচালনা ছেড়ে দেবেন।

vivek agnihotri
ক্ষোভ উগরে দেন অভিনেতা অনুপম খেরও। ইজরায়েলের কাউন্সেল জেনারেল সরকারের তরফে ক্ষমা প্রার্থনা করেছেন। এবার ফের তোপ দাগলেন বিবেক। ‘দ্য কাশ্মীর ফাইলস: আনরিপোর্টেড’ আনবেন তিনি। সমস্ত সত্যিটা ফাঁস করবেন তিনি, ঘোষনা করলেন পরিচালক।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিবেক বলেন, তিনি দৃঢ়প্রতিজ্ঞ, তাই ঘোষনা করছেন। তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, ঘটনা রয়েছে, সত্যি রয়েছে যা দিয়ে একটার জায়গায় ১০ টা ছবি তৈরি হয়ে যেত। কিন্তু একটি ছবিই বানিয়েছিলেন তাঁরা। তবে আর নয়। এবার সব সত্যি সামনে আনবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিবেক। আর এই নতুন ছবির নাম হবে ‘দ্য কাশ্মীর ফাইলস: আনরিপোর্টেড’। চলতি বছরেই ছবিটি রিলিজ করবেন বলে জানিয়ে দিয়েছেন বিবেক।

তিনি আরো বলেন, এবার সমস্ত সত্যিটা সামনে আনবেন তিনি। বিষয়টা এখন আর শুধু সিনেমায় আটকে নেই। দেশের মান সম্মানের প্রশ্ন উঠে এসেছে। বিবেক বলেন, তাঁর এটা নৈতিক দায়িত্ব যে যা প্রমাণ তাঁর কাছে রয়েছে সবটা সামনে আনার। আর তিনি সেটা আনবেনও। তবে দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড ছবি আকারে প্রকাশ পাবে নাকি ওয়েব সিরিজের আকারে সেটা তিনি পরে জানিয়ে দেবেন বলেও মন্তব্য করেছেন বিবেক।


Niranjana Nag

সম্পর্কিত খবর