মেসির পেনাল্টি নষ্টের পরেও জয় আর্জেন্টিনার, হেরেও ‘শেষ ১৬’-র যোগ্যতাঅর্জন পোল্যান্ডের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ছিল গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যাওয়ার আশঙ্কা। পোল্যান্ডের বিরুদ্ধে হারলেই শেষ হয়ে যেত যাবতীয় স্বপ্ন। ড্র করলে তাকিয়ে থাকতে হতো জটিল সমীকরণের দিকে। কিন্তু সেসব কিছুই হলো না। মেসি গোল না পেলেও অতি সহজেই দুর্বল পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষস্থানে থেকে শেষ ১৬-তে পৌঁছলো আর্জেন্টিনা।

যদিও প্রথমার্ধে তাদের যাবতীয় প্রচেষ্টা রুখে দিয়েছিলেন পোল্যান্ডের তারকা গোলরক্ষক উইচেক সেজনি। ৩৯ মিনিট নাগাদ রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। লিও মেসির নেওয়া সেই পেনাল্টি বাঁচিয়ে দেন পোল্যান্ডের জুভেন্টাসের হয়ে খেলা গোলরক্ষক। এছাড়াও দি মারিয়া, জুলিয়ান আলভারেজের একাধিক শট সেভ করে নিজের দেশকে ম্যাচে রেখেছিলেন তিনি।

কিন্তু আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে শুধুমাত্র রক্ষণাত্মক নীতি নিয়ে মাঠে নামলে তার ফল ভুগতে হবেই। তাই দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার এবং ৬৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। হেরে মেক্সিকোর সাথে পয়েন্ট ও গ্রূপপর্বে গোল ব্যবধান সমান হলেও ৩ ম্যাচে কম হলুদ কার্ড দেখায় নক আউটে পৌঁছয় লেওয়ানডোস্কির পোল্যান্ডও।

গ্রূপের অপর ম্যাচে সৌদি আরবকে ২-১ ফলে হারিয়েছে মেক্সিকো। ৯০ মিনিট অবধি খেলার ফলাফল ছিল ০-০। ফ্রি কিক থেকে দুরন্ত গোল করেছিলেন লুইস স্যাভেজ। নক আউটে পৌঁছতে গেলে তাদের আর ১ গোল প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে উল্টে এশিয়ার দলটি ১ গোল করে যাওয়ায় তাদের স্বপ্নভঙ্গ হয়।

আজকের গ্রূপ ‘সি’-এর ম্যাচের এই ফলাফলগুলির পরে যোগ্যতাঅর্জনকারী আর্জেন্টিনা ও পোল্যান্ডের পরের প্রতিপক্ষও ঠিক হয়ে গিয়েছে। আর্জেন্টিনার মুখোমুখি হবে গ্রূপ ডি-তে দ্বিতীয় হয়ে ওঠা অস্ট্রেলিয়া। পোল্যান্ডের মুখোমুখি হতে চলেছে গতবারের বিশ্বজয়ী দল ফ্রান্স।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর