বাংলা হান্ট ডেস্ক: এবার একইসাথে লক্ষ লক্ষ ভারতীয় ইউজারের অ্যাকাউন্ট ব্যান করল WhatsApp। এই প্রসঙ্গে WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ চলতি বছরের অক্টোবর মাসে ২.৩ মিলিয়ন (২৩ লক্ষ) ভারতীয় ইউজারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। পাশাপাশি, WhatsApp আরও জানিয়েছে যে, এই ২৩ লক্ষ অ্যাকাউন্টের মধ্যে, ব্যবহারকারীদের রিপোর্ট আসার আগেই আট লক্ষেরও বেশি অ্যাকাউন্টকে “Proactively” ব্যান করা হয়েছে।
অ্যাকাউন্ট ব্লকের কারণ: এদিকে, অ্যাকাউন্টগুলি ব্লক করার কারণ হিসেবে WhatsApp জানিয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় ওই অভিযোগের ভিত্তিতে, তদন্ত করে দেখা যায় যে অ্যাকাউন্টগুলি WhatsApp-এর নিয়ম লঙ্ঘন করেছে। মূলত, WhatsApp-এর গ্রিভেন্স মেকানিজম (অভিযোগ সিস্টেম) থেকে প্রাপ্ত ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রসঙ্গে WhatsApp সূত্রে জানা গিয়েছে, IT Rule 2021-এর ভিত্তিতে, তারা চলতি বছরের অক্টোবর মাসের জন্য তাদের ইউজার সেফটি রিপোর্ট উপস্থাপন করেছে। ওই রিপোর্টে, ব্যবহারকারীদের অভিযোগ এবং WhatsApp-এর গৃহীত পদক্ষেপগুলিতে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়।
এর পাশাপাশি, অপব্যবহার থেকে WhatsApp-কে রক্ষা করতে বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপের বিশদ বিবরণও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২১-এর নতুন আইটি নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলিকে প্রতি মাসে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়।
WhatsApp-এ এমন অনেক অভিযোগ এসেছে: রিপোর্ট অনুযায়ী, ভারতে গত অক্টোবর মাসে WhatsApp ৭০১ টি অভিযোগ পেয়েছে। যার মধ্যে কেবল ৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। এদিকে, এহেন পদক্ষেপের পর ওইসব অ্যাকাউন্টকে নিষিদ্ধ করা হয়। তবে, ইতিমধ্যে কিছু নিষিদ্ধ করা অ্যাকাউন্টও পুনরুদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগেও WhatsApp একইসাথে ২৬ লক্ষেরও বেশি অ্যাকাউন্টকে ব্যান করেছিল।