‘আফতাব শ্রদ্ধার ৩৫ টুকরো করে, আমি তোর ৭০ টুকরো করব’, হিন্দু মহিলাকে হুমকি আরশাদের! তারপর…

বাংলাহান্ট ডেস্ক : শ্রদ্ধা ওয়ালকর নৃশংস হত্যার ঘটনায়(Shraddha Walkar Murder Case) কেঁপে উঠেছে গোটা দেশ। তরুণীর প্রেমিক আফতাব তাঁকে হত্যার পর ৩৫ টি টুকরো করে ছড়িয়ে দেয় শহর জুড়ে। সেই ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারে দেশবাসী। এরই মধ্যে আবারও সেই আতঙ্কের ছায়া দেখা গেল ভারতেই। এবার ঘটনা মহারাষ্ট্রের। প্রেমিকার দেহ ৭০ টুকরো করার হুমকি দিল অভিযুক্ত যুবক।

আফতাবের কুকর্মকে অনেকেই উদাহরণ হিসাবে তুলে আনছে বলে দাবি প্রশাসনের। অভিযুক্তের নাম আরশাদ সালিম। মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা এই ব্যক্তি তার প্রেমিকার দেহ ৭০ টুকরো করার হুমকি দেয়। এমনই অভিযোগ জানায় প্রেমিকা। ধুলে জেলার পুলিস থানায় ২৯ নভেম্বর একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ পত্রে বলা হয়, নিপিড়ীত ওই মহিলা ২০২১ সাল থেকে আরশাদের সঙ্গে রয়েছে। জানা যায় ওই মহিলা আদতে বিবাহিতা ছিলেন। ২০১৯ সালে একটি দুর্ঘটনায় তাঁর স্বামী মারা যান। ২০১৭ সালে ওই দম্পতির একটি সন্তানও জন্ম নেয়।

স্বামীর মৃত্যুর পর অভিযোগকারী ওই মহিলার সঙ্গে সম্পর্ক হয় হর্ষল মালী নামে এক ব্যক্তির। আদতে আরশাদ সালিমই ছিল হর্ষল মালী। একদিন ধুলের লালিঙ্গ গ্রামের এক জঙ্গলে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে আরশাদ। এই ভিডিও করে নেই ওই ব্যক্তি। এরপর সেই ভিডিও দেখে শুরু হয় ব্ল্যাকমেলিং। বাধ্য হয়ে তারা দুজন এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ২১ জুলাই আমলনের এলাকায় একসঙ্গে থাকার শুরু করে। ধীরে ধীরে মহিলার সামনে ধরা পরে আরশাদের আসল চরিত্র।

আরশাদ জোড় করে মহিলা ধর্ম পরিবর্তন করায় বলেও জানা যায়। ওই মহিলার আগের যে পুত্র সন্তান ছিল ধর্ম পরিবর্তন করা হয় তারও। এমনকি আরশাদের পরিবার থেকেও মহিলাকে হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনার ৪ মাস পর আরশাদ বিট্টা ভাট্টি এলাকায় একটি বাড়িতে ওই মহিলাকে নিয়ে যায়। এই বছর আরশাদ এবং ওই মহিলার এক সন্তানও জন্ম নেয়। নির্যাতিতা পুলিসকে জানান, অত্যাচারে জর্জরিত হয়ে ওই যুবতী যখন বেঁকে বসেন, আরশাদের ইচ্ছেয় আপত্তি জানান, তখন সাইলেন্সার দিয়ে তাঁর চামড়া পুড়িয়ে দেওয়া হয়। সেইসঙ্গে তাঁকে হুমকি দেওয়া হয় যে, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করা হয়েছিল, কিন্ত তাঁকে ৭০ টুকরো করা হবে! নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত আরশাদ সালিম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর