বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই বিধানসভায় সৌজন্য বিনিময় দেখেছে রাজ্যবাসী। উল্লেখ্য, সংবিধান দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে সাক্ষাৎ করেন। সেই ঘটনা জানাজানি হতেই চারিদিকে নানান জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। যদিও, এরপর এই নিয়ে একাধিকবার মুখ খোলেন শুভেন্দু অধিকারী।
সেদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর পায়ে ধরে প্রণাম করেছেন শুভেন্দু অধিকারী, এমনই কথা শোনা যায়। তবে, বিরোধী দলনেতা তেমন দাবি নস্যাৎ করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন যে, এমন কোনও ঘটনা ঘটে থাকলে প্রমাণ দেওয়া হোক। আর এবার আরও একবার সেই নিয়ে সুর চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক।
শুক্রবার ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী আমাকে ধরতে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন আমি একা যাব। আর সেই সময় আমার সঙ্গে সেটং করে নেবেন। কিন্তু আমি একা যাইনি। সঙ্গে তিন বিধায়ককে নিয়ে গিয়েছিলাম। আমি সেটিং করার লোক নই। বিজেপি সেটিং করে না। নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি, এবার আপনাকে তাড়াব। প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব।
উল্লেখ্য, গতকাল শুক্রবার কাঁথিতে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাস্থল ছিল শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। সেই সভার পাল্টা দিতেই গতকাল অভিষেকের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেও ডিসেম্বরে বড়সড় কিছু হওয়ার ইঙ্গিত দেন।