দেশবাসীর জন্য দারুণ খবর! আগামীকালই ৫ টাকা করে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

বাংলাহান্ট ডেস্ক : টানা ৭ মাস যাবৎ বাড়েনি জ্বালানি তেলের মূল্য। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও মাসে একাধিক বার কমার কারণে আগামী দিনগুলিতে জ্বালানির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারই রয়েছে এবং সর্বোপরি নভেম্বরে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ কমেছে।

পেট্রোপণ্যের মূল্য স্থির থাকার উপর ভিত্তি করেই আইআইএফএলের সিকিউরিটিজ ডিরেক্টর সঞ্জীব ভাসিন শুক্রবার আগাম ইঙ্গিত দিয়েছেন যে, সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম কমপক্ষে ৫ টাকা কমতে পারে। আর পেট্রোপণ্যের মূল্যহ্রাসের মূল কারণ হলো অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া। ফলে বিশ্ব বাজার থেকে ক্রুড অয়েল কিনতে কম খরচ হচ্ছে তেল সংস্থাগুলির।

প্রসঙ্গত উল্লেখ্য, পেট্রোল এবং ডিজেলের দাম শেষবার ২০২২ সালের মে মাসে সংশোধিত হয়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন যে, ভারত তার তেলের চাহিদার প্রায় ৮৫% পূরণ করতে আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক তেলের দামের সাথে স্থানীয় জ্বালানির দামের হার সেই হিসেবেই ওঠা নামা করে।

এই মুহূর্তে দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের লিটার দাম যথাক্রমে ৯৬.৭২ টাকা এবং ৮৯.৬২ টাকা প্রতি লিটার। মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেল ৯২.৭৬ টাকা করে প্রতি লিটার।

Petrol Price

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গত ১৫ই জুলাই পেট্রোলে মূল্য সংযোজন কর চালু করার পর প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৩ টাকা করে কমিয়েছিলেন। অন্যদিকে, মেঘালয় সরকার ২৪শে আগস্ট উভয় জ্বালানির উপর কর বাড়িয়েছে, যার কারণে শিলংয়ে পেট্রোলের দাম এখন প্রতি লিটার ৯৬.৮৩ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৪.৭২ টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর