সাতসকালে গড়িয়ার বসতবাড়িতে বিধ্বংসী আগুন! তীব্র আতঙ্কে এলাকাবাসী

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় ( Kolkata)ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে থমথমে গোটা এলাকা। গড়িয়া (Garia)স্টেশনের কাছে একটি বসতবাড়ি হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেখানে একটি স্পিকার তৈরির কারখানা চলত। তবে বসত বাড়ির ভিতর কিভাবে কারখানা চালানো হচ্ছিল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

ঠিক কি ঘটেছিল? সোমবার সকালে হঠাৎই গড়িয়ার এক বসত বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। সাতসকালে বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সকাল ৬.০৫ নাগাদ। দ্রুত আগুনের উৎসে জল ঢেলে তা নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। বাইরে থেকেও জল দেওয়া হচ্ছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রাও।

জানা গিয়েছে, বসতবাড়িটিতে কোনও বাসিন্দা থাকেন না। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে খবর , ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে কারও বসবাস নেই। তবে বাড়ির ভিতরে চলছিল স্পিকার তৈরির কাজ। কার্যত স্পিকার তৈরির কারখানা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল তেঁতুলবেড়িয়া অঞ্চলের এই দোতলা বাড়িটি। সেই কারখানার কোনও যন্ত্রপাতি বা দাহ্য পদার্থ থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে স্পিকারের একাধিক অংশ।

অন্যদিকে কী ভাবে একটি বসতবাড়িকে কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন । প্রশাসনের অনুমতি নেওয়া ছিল নাকি এই স্পিকার কারখানায় বেআইনিভাবে কাজ চলছিল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর