ঠাকুরের সামনে ছবি তোলার জের, মৌলবাদীদের রোষের মুখে বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের নায়িকা মেহজাবিন চৌধুরী (Mehazabien Chowdhury) সম্প্রতি এসেছিলেন কলকাতায় (Kolkata)। কলকাতায় এসে তিনি ঘুরতে যান উত্তর কলকাতার কুমোরটুলিতে। সেই কুমোরটুলিতে একটি প্রতিমা তৈরির কারখানার সামনে তিনি ছবি তোলেন। এরপর সেই ছবি মেহজাবীন শেয়ার করেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর রীতিমতো হইচই পড়ে যায় বাংলাদেশে।

নায়িকার এই ছবি দেখে কেউ কেউ খুশি হলেও অনেকেই তাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। বাংলাদেশ প্রধানত মুসলিম প্রধান। কিন্তু বছরের পর বছর ধরে সেখানে আমরা দেখে আসছি জাতপাত নির্বিশেষে সাম্যের ছবি। কিন্তু কিছু বছর হল এই ছবিতে খানিকটা পরিবর্তন এসেছে। বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদীরা। সেই মৌলবাদীদের রোষের মুখেই পড়লেন এই নায়িকা। তার এই ছবি দেখে বাংলাদেশের বহু জনগণ ও কট্টরপন্থীরা নায়িকাকে আক্রমণ করেছেন। একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি কেন হিন্দু দেবীর সামনে ছবি তুললেন এই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।

অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য চোখে পড়েছে। এক নেটিজেনের কথায়, “একজন মুসলিম এর কাছে এরকম হিন্দুদের কালচার আশা করি নাই।” পাশাপাশি আরেকজনের মন্তব্য, “অভিনয় তো অনেক করেন, গুনাতো এমনি-ই কম নয় কিন্তু আপনি যে একজন মুসলমান এটা কিভাবে ভুলে যেতে পারেন।” যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিশেষ কিছু বলতে শোনা যায়নি অভিনেত্রীকে।

মেহজাবীন চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্র জগতে খুবই পরিচিত এক মুখ। টেলিভিশন ছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এছাড়াও ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজেতা তিনি। বিভিন্ন কাজকর্ম ও তার সৌন্দর্যতার জন্য বরাবরই এই অভিনেত্রী থাকেন লাইম লাইটে। এবার সামান্য একটি ছবির জন্য তিনি ফের উঠে এসেছেন খবরের শিরোনাম।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর