রেল স্টেশনে হলুদ লাইনটি কেন থাকে জানেন? কারণ জানলে ভারতীয় রেলকে ধন্যবাদ দেবেন

বাংলাহান্ট ডেস্ক: যাত্রীদের সুরক্ষা দিতে সব সময়েই তৎপর ভারতীয় রেল (Indian Railways)। সেজন্য পরিকাঠামোর বিভিন্ন জায়গায় একাধিক নির্দেশক চিহ্ন দিয়ে যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়। এই চিহ্নগুলি দেখে যাত্রীরা সহজেই তার মর্মোদ্ধার করে সতর্ক হয়ে যান। এমনই একটি চিহ্ন হল প্ল্যাটফর্মের হলুদ লাইন। 

রেলের তরফে যাত্রীদের এটি পেরোতে বারণ করা হয়। কোনও যাত্রী এটি পেরোলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়ে থাকে। কিন্তু এই হলুদ লাইন দিয়ে কী বোঝানো হয়? কেনই বা যাত্রীদের এটি পেরোতে নিষেধ করা হয়? এই প্রতিবেদনে সেই উত্তর দিয়েছি আমরা।

Indian Railways Train

ট্রেনে ভ্রমণ করলে আপনি নিশ্চয় প্ল্যাটফর্মে এই হলুদ লাইন দেখে থাকবেন। কোনও কোনও স্টেশনে এটি হলুদ রং দিয়ে আঁকা হয়। আবার কোনও স্টেশনে এটি হলুদ রঙের টাইলস দিয়ে তৈরি করা হয়। কোনও ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢোকে, কিছু যাত্রী সবার আগে ট্রেনে ওঠার জন্য লাইনের দিকে এগিয়ে যান। এর ফলে তাঁরা চূড়ান্ত বিপদে পড়তে পারেন।

ট্রেন যখন একটি নির্দিষ্ট গতিতে প্ল্যাটফর্মে ঢোকে তখন গতির ফলে তীব্র হাওয়া তৈরি হয়। এই পরিস্থিতিতে কোনও যাত্রী ট্রেনের খুব কাছাকাছি চলে গেলে হাওয়ার দাপটে ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগতে পারে। এছাড়াও এই একই কারণে তিনি রেল লাইনে পড়েও যেতে পারেন। ফলে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

Indian railways yellow line

সে জন্য হলুদ লাইনটি যাত্রীদের সতর্ক করার জন্য প্ল্যাটফর্মে দেওয়া হয়। খেয়াল করলে দেখবেন, এই হলুদ লাইনটি ট্রেন থেকে নিরাপদ দূরত্বে টানা হয়ে থাকে। যাতে যাত্রীরা হলুদ লাইনের পিছনে দাঁড়ালে ট্রেনের গতির দ্বারা ট্রেনের দিকে চলে না যান। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ করেছে রেল। এছাড়াও হলুদ লাইনটি মাটির থেকে খানিকটা উঁচুতে রাখা থাকে। এটি করা হয় যাতে কোনও দৃষ্টিপ্রতিবন্ধী যাত্রী রেল লাইনে পড়ে না যান।   


Subhraroop

সম্পর্কিত খবর