বাংলাহান্ট ডেস্ক : ফের বিরোধীদের নিশানায় বিজেপি সরকার। জি ২০ সম্মেলনের লোগোয় এ বছর ব্যবহার করা হয়েছে পদ্ম ফুলের ছবি। এই ব্যাপারে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, “বিষয়টা দেশের সম্মানের সাথে যুক্ত। রাজনীতি করতে চাইনা এই বিষয়ে। ভালো হত যদি জি ২০ লোগোতে পদ্ম ফুলের ব্যবহার না করা হত। যদিও পদ্ম আমাদের দেশের জাতীয় ফুল। আগে জাতীয় পশু ছিল বাঘ। এখন হয়েছে সিংহ। জাতীয় পাখি ময়ূর। ন্যাশনাল এমব্লেমও আছে। এগুলোও ব্যবহার করা যেত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে জি ২০ নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ সোমবার কলকাতার থেকে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে রাষ্ট্রপতি ভবনে, যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কলকাতা থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় মুখ্যমন্ত্রী তুলে আনেন জি ২০ সম্মেলনে লোগোর প্রসঙ্গ।
তখন মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির চিহ্ন পদ্ম, যা কিনা আমাদের দেশের জাতীয় ফুলও বটে, তার ব্যবহার নিয়ে অন্যরা প্রশ্ন তুলতেই পারেন। আমি তুলছি না। কিন্তু আমাকেও নানা মহলের প্রশ্নের উত্তর দিতে হয়। এরকম কেউ প্রশ্ন করতেই পারেন। আমি আগেই দেখেছি, জি-২০ লোগোতে পদ্মের ব্যবহার, আমরা প্রশ্ন তুলিনি। কারণ দেশের কথা বাইরে গেলে, তা ভাল লাগে না। কিন্তু আমি না কথা তুললেও অন্য কেউ তো তুলতেই পারেন”
আগামী জি ২০ সম্মেলন হবে ভারতে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের লোগো প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই লোগোতে ব্যবহৃত করা হয়েছে পদ্ম ফুলের ছবি। লোগোতে পদ্মের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, বিজেপি সরকার লোগোতে পদ্মের ব্যবহার করে অপমানিত করেছে দেশের জাতীয় ফুলকে। এই লোগোতে জি 20 লেখা হয়েছে তেরঙ্গায়। পাশে একটি পদ্মের উপর দেখা হচ্ছে পৃথিবীর ছবি। বিরোধীদের দাবি, বিজেপি এই পদ্মের মাধ্যমে নিজেদের দলের প্রচার করতে চাইছে।