MCD নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, AAP এর থেকে এগিয়ে BJP! পাল্টে গেল বুথ ফেরত সমীক্ষা, BJP ১২৩, AAP ১২০

বাংলাহান্ট ডেস্ক : তিন রাজ্যে হয়ে গেল নির্বাচন। হিমাচল (Himachal Pradesh) ও গুজরাটে (Gujarat) আবারও পদ্ম ফুটবে এমন নিশ্চয়তা দিচ্ছেন অনেকেই। এরই মধ্যে উলট পুরানের নজির দেখাতে পারে দিল্লি পৌরনিগমের নির্বাচন (MCD Election)। ফল প্রকাশ এখনও হয়নি। তবে বুথ ফেরত সমীক্ষার যা রিপোর্ট তাতে খুশির হাওয়া আপ (AAP) শিবিরে। মুখে হাসি ফুটেছে অরবিন্দ কেজরিওয়ালেরও (Arvind Kejriwal)। ঝাড়ু ঝড়ে পদ্ম উপরে ফেলার স্বপ্ন দেখছে আন আদমি পার্টি (Aam Aadmi Party)। এরই সাফল্যের নজির স্বরূপ নতুন পোস্টারের দেখা মিলল আপ অফিসে।

‘আচ্ছে হোঙ্গে ৫ সাল’, অর্থাৎ, আগামী ৫ বছর ভালো যাবে। দিল্লি পুরসভার ভোটে জয়ের আলো দেখার পর এটাই এখন নতুন স্লোগান আম আদমি পার্টি। তবে আপের কাছে এই জয় একেবারেই অনভিপ্রেত নয়। বরং ভোটের আগেই কেজরিওয়াল ঘোষণা করেন বিজেপি ২০টি আসনও পাবে না। প্রসঙ্গত, এমসিডি বা দিল্লি পৌরসভা ১৫ বছর ধরে ছিল বিজেপির হাতে। ৫ বছর আগে যে আপ দ্বিতীয় স্থানে ছিলো, সেই আপ এখন কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবিরের দিকে।

পুরসভা ভোটে আপের দায়িত্বে থাকা দুর্গেশ পাঠক জানান, এক্সিট পোল যা বলছে তার ফলাফল আরও ভালো হবে। এক্সিট পোলে এটাও পরিস্কার যে, আপের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বিজেপি এনেছিল তা মানুষের মন জিততে ব্যর্থ। মানুষ গুরুত্ব দিয়েছেন আপের ভালো কাজের প্রচেষ্টাকে।

তবে গতকাল মঙ্গলবার বিজেপি দাবি করে তারাই ক্ষমতায় আসছে। দিল্লি বিজেপির জেনারেল সেক্রেটারি দিনেশ প্রতাপ দাবি করেন, ‘আমরাই ক্ষমতায় আসছি। ভোটের ফলাফল প্রমান করে দেবে এক্সিট পোল ভুল। তবে উলটো সুর শোনা গেল বিজেপির মুখপাত্র প্রভীন শংকর কাপুরের গলায়। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমরা স্বীকার করে নেব। তবে এতটা আগে থেকে ফলাফল নিয়ে আশাকরি হওয়াটা ঠিক নয়।’

Sudipto

সম্পর্কিত খবর