ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত বেপাত্তা বঙ্গে! আগামী কয়েক দিন বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ, আজকের আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বরের প্রথম সপ্তাহে যথেষ্ট শীতের মেজাজ বজায় ছিল রাজ্যে। কিন্তু সপ্তাহের শেষের দিকে আবারও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। কলকাতায় কিছুটা নামল তাপমাত্রার পারদ। তবে আজ সকাল সন্ধ্যায় শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে। আগামীকাল শুক্রবার থেকে বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৪.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৫%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৪%

আজকের আবহাওয়া : কলকাতায় আজ পরিষ্কার আকাশ থাকবে। সঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ টের পাওয়া যাবে ভোর ও রাতের দিকে৷ ঠান্ডা উত্তুরে হাওয়াও বইবে হুহু করে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ থেকে কমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি থেকে সামান্য কমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ন্যূনতম ৪৮ শতাংশ, সর্বাধিক ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া শুকনোই থাকবে। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাবও রয়েছে সেখানে। এদিন ভাল শীতের আমেজ অনুভব করবেন কয়েকটি জেলার বাসিন্দারা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আজ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও দিন দুয়েক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

আগামীকালের আবহাওয়া : তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় মান্দোসের তেমন কোনও প্রভাব বাংলার উপকূলে পড়বে না। তবে এর জেরে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা। ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর