বাংলা হান্ট ডেস্কঃ আজ ৮ ডিসেম্বর। গুজরাট (Gujrat ) বিধানসভা (Assembly) নির্বাচনের ফল প্রকাশ। আজ সেই দিন, যেই দিনের দিকে মুখিয়ে রয়েছে গুজরাট সহ সারা ভারত। দীর্ঘ ২৭ বছর ধরে গেরুয়া রাজ্যের সিংহাসনে একক আধিপত্য কায়েম করে রেখেছে বিজেপি শিবির। কিন্তু এবার কি তবে উল্টোপুরান? নাকি এবারেও সেরাজ্যে অব্যাহত থাকবে মোদী ম্যাজিক? সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্য জুড়ে ফুটবে পদ্ম? এই সব প্রশ্নের জবাব মিলবে আজ।
গণনার শুরুতেই ১২৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি! তবে পিছিয়ে পড়েনি বিরোধীরাও। মুখোমুখি জোর টেক্কা দিচ্ছে কংগ্রেস-আপও।এখনও অবধি কংগ্রেস ৪৮, আপ ৫ । ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সমস্ত বুথ সহ গোটা গুজরাট। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে গণনা। শান্তিপূর্ণভাবে ভোট গণনার জন্য রাজ্যের মোট ৩৩টি জেলায় ৩৭টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। অপেক্ষা মাত্র কিছুটা সময়ের। বিকেল বা রাতের মধ্যেই সকলের সামনে আসবে চূড়ান্ত ফলাফল।
বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবারও গেরুয়া শিবিরই নিজেদের ক্ষমতা কায়েম রাখতে চলেছে এই রাজ্যে। তবে ফল প্রকাশের আগে সবটাই অনিশ্চিত। কারণ এবার আর দ্বিমুখী নয়, মোদী-শাহর রাজ্যে এবার লড়াই ত্রিমুখী। রাজ্যের নয়া চ্যালেঞ্জের নাম কেজরিওয়ালের আম আদমি পার্টি।পট পরিবর্তনে এবার লড়াইয়ের ময়দানে নেমেছে আপ। ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটানুষ্ঠান কেটেছে গেরুয়া রাজ্যে। এখন অপেক্ষা শুধু ফল প্রকাশের। সপ্তম দফাতেও মসনদ ধরে রাখতে পারবে বিজেপি শিবির নাকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে শক্তিশালী আপ ও কংগ্রেস? এই সব প্রশ্নের উত্তর মিলবে আজ।
প্রসঙ্গত, গুজরাটে গত ১ ও ৫ ডিসেম্বর-দুই দফায় হয়েছে ভোটগ্রহণ। গুজরাটে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় দফায় ৬৫.৩০ শতাংশ ভোট পড়েছে। দুই দফা মিলিয়ে গুজরাটে মোট ভোট পড়েছে ৬৪.৩৩ শতাংশ ।