KYC-র জন্য আর যেতে হবে না ব্যাঙ্কে, গ্রাহকদের জন্য বড় ঘোষণা RBI-র

বাংলা হান্ট ডেস্ক: এবার প্রত্যেক ব্যাঙ্ক গ্রাহকের জন্য দারুণ একটি পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরে গণমাধ্যমের সাথে কথা বলার সময়ে গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেন। জানা গিয়েছে, এবার Re-KYC সংক্রান্ত নিয়মে গ্রাহকদের সুবিধার্থে বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

গভর্নর জানিয়েছেন এবার থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের তাঁদের বিস্তারিত বিবরণ আপডেট করার জন্য বারবার ব্যাঙ্কের শাখায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি, তিনি আরও জানান যে, এবার বাড়ির ঠিকানা পরিবর্তন সংক্রান্ত আপডেট করার পাশাপাশি, গ্রাহকরা এখন বাড়ি থেকে অনলাইন মারফত Re-KYC-ও আপডেট করতে সক্ষম হবেন।

SMS এবং ইমেলের মাধ্যমে Re-KYC করা সম্ভব: জানা গিয়েছে আপনি যদি ইতিমধ্যেই KYC করে থাকেন এবং পুনরায় KYC করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি অনলাইন মারফত তা করতে পারবেন। এমতাবস্থায়, যদি আপনার KYC-তে কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে রেজিস্টার্ড মেল ​​আইডি থেকে ইমেল অথবা রেজিস্টার্ড ফোন নম্বর থেকে SMS পাঠিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যেতে পারে। পাশাপাশি, ঠিকানার ক্ষেত্রে কোনো পরিবর্তন হলে, Re-KYC করার সময়ে রেজিস্টার্ড নম্বর থেকে একটি SMS পাঠিয়ে বা রেজিস্টার্ড মেল ​​আইডি থেকে ইমেল পাঠানোর মাধ্যমে ব্যাঙ্ক দুই মাসের মধ্যে নতুন ঠিকানা ভেরিফাই করবে।

Centralized KYC Registry-র মাধ্যমে সম্পূর্ণ করুন কাজ: এছাড়াও জানানো হয়, যদি কোনো ব্যাঙ্ক Re-KYC সম্পন্ন করে নেয় সেক্ষেত্রে সেটি প্রতিটি ব্যাঙ্ক বা শাখায় এটি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। এর জন্য CKYCR (Centralized KYC Registry)-এর সাহায্য নেওয়া যেতে পারে। এতে আপনাকে একটি শনাক্তকারী নম্বর দেওয়া হয়। এই নম্বরটি সমস্ত ব্যাঙ্কের শাখার সাথে শেয়ার করা যেতে পারে। যার ফলে বিভিন্ন ব্যাঙ্ক ও শাখার জন্য পৃথক Re-KYC-র প্রয়োজন হয়না।

বিভিন্ন ব্যাঙ্কের জন্য আলাদা Re-KYC-র প্রয়োজন নেই: এদিকে এই প্রসঙ্গে গভর্নর দাস স্বীকার করেছেন যে, গ্রাহকেরা প্রায়শই এই ধরণের সমস্যার মুখোমুখি হন। এমনকি, অনেক সময় গ্রাহকদের Re-KYC করার জন্য একটি বিশেষ শাখায় যেতে হয়। এমতাবস্থায়, তিনি বলেন, এই বিষয়ে সঠিক তথ্য ব্যাঙ্কের আধিকারিকদের কাছে না থাকার সম্ভাবনা রয়েছে। তাই, রিজার্ভ ব্যাঙ্ক সময়ে সময়ে এই বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি চালায়। তবে, গভর্নর শক্তিকান্ত দাস এটাও জানিয়েছেন যে, যদি ব্যাঙ্কগুলি গ্রাহকদের KYC করানোর জন্য ব্যাঙ্কের শাখায় আসতে বাধ্য করেন সেক্ষেত্রে গ্রাহকেরা অভিযোগও জানাতে পারেন।

rbi repo rate

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই চলতি বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করার সময়, RBI রেপো রেট ০.৩৫ শতাংশ বাড়িয়েছে। যার জেরে এখন রেপো রেট পৌঁছে গিয়েছে ৬.২৫ শতাংশে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, শীঘ্রই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) সংক্রান্ত পরিষেবাগুলিকে প্রসারিত করা হবে। এর মাধ্যমে গ্রাহকরা ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা বা হোটেল বুকিং এবং পণ্য বা পরিষেবা সরবরাহের মত ক্ষেত্রে অন-ডিমান্ড পেমেন্ট করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর