বছরের সেরা ভারতীয় তারকা ধনুষ, দক্ষিণী অভিনেতাদের ভিড়ে জায়গাও পেলেন না খানেরা

বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরুতে উৎসবের মেজাজে সেজে উঠছে শহর। সেই সঙ্গে আরো একটা বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন‍্য তৈরি হচ্ছেন সকলে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বছরটাকে আরেকবার ফিরে দেখার পালা। ২০২২ বিনোদন জগতের জন‍্য বেশ গুরুত্বপূর্ণ একটা বছর ছিল। বলিউডকে (Bollywood) টেক্কা দিয়ে ভারতীয় চলচ্চিত্রের নতুন পদপ্রদর্শক হিসাবে উঠে এসেছে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি (South Film Industry)।

IMDb-র তরফে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল, যা থেকে উঠে এসেছে ২০২২ এর সবথেকে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকা। আর সবাইকে চমকে দিয়ে এখানেও এগিয়ে রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চনদের টেক্কা দিয়ে সবথেকে জনপ্রিয় তালিকাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ধনুষ।

Dhanush
মোট দশ জনের তালিকায় মাত্র চারজন বাদে বাকি সকলেই দক্ষিণী ইন্ডাস্ট্রির। শীর্ষ স্থানে ধনুষের পরেই দ্বিতীয় স্থান দখল করেছেন আলিয়া ভাট। তিন নম্বরে বলিউড অভিনেত্রী তথা ‘পন্নিয়িন সেলভন ১’ নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন। চার ও পাঁচ দুটো স্থানই দক্ষিণী তারকা যথাক্রমে রাম চরণ এবং সামান্থা রুথ প্রভুর দখলে।

ছয় এবং সাত নম্বরে আবার রয়েছেন হৃতিক রোশন এবং কিয়ারা আডবানী। আট, নয় এবং দশ নম্বর স্থান দখল করেছেন এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন এবং যশ। গোটা বছর ধরে IMDb-র সাপ্তাহিক র‍্যাঙ্কিং তালিকায় যেসব তারকারা নিয়মিত জায়গা করে নিয়েছেন তাদের নিয়েই তৈরি এই চূড়ান্ত তালিকা।

আর এর সঙ্গে সঙ্গেই আরো একবার প্রমাণ হয়ে গিয়েছে দক্ষিণী তারকাদের কাছে ক্রমেই ফিকে হয়ে পড়ছে বলিউড তারকারা। এমনকি তিন খানের একজনও জায়গা করতে পারেনি তালিকায়। ভাষা, সংষ্কৃতির গণ্ডি পেরিয়ে উদযাপন করা হচ্ছে ভাল সিনেমা এবং প্রতিভাবান তারকাদের। এই তালিকা তার জলজ‍্যান্ত প্রমাণ।

Niranjana Nag

সম্পর্কিত খবর