বাংলাহান্ট ডেস্ক : শীতকালে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। যাত্রীদের কথা মাথায় রেখে দীঘা-পাঁশকুড়া, দীঘা-মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ফের শুরু হতে চলেছে বড়দিনের আগেই। জানা গিয়েছে, ০৮১৩৭ ও ০৮১৩৮ এই ট্রেন দুটি আগামী ২১ শে ডিসেম্বর ২০২২ থেকে চলবে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন সূত্রে এমনটাই জানা গেছে।
রেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, পাঁশকুড়া থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ০৮১৩৭ পাঁশকুড়া-দীঘা মেমু প্যাসেঞ্জার ছাড়বে। ট্রেনটি দীঘায় পৌঁছাবে রাত্রি ৮ টা ৫০ মিনিটে। সোমবার বাদে সপ্তাহের সব দিনগুলিতে এই ট্রেন চলবে। অন্যদিকে, দীঘা থেকে ০৮১৩৮ দীঘা- পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জারটি সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটি পাঁশকুড়াতে পৌঁছাবে সকাল ৯ টা ১৫ মিনিটে। এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে।
শীতকাল পড়ে গিয়েছে। আর কিছুদিন পর স্কুলে শুরু হয়ে যাবে বড়দিনের ছুটি। ভ্রমণপিপাসু বাঙালি ছুটিতে পাড়ি দেবে সমুদ্র কিংবা পাহাড়ে। দক্ষিণবঙ্গের মানুষ ঘুরতে যাওয়ার জন্য বেছে নেন দীঘাকে। ট্রেনের এই সিদ্ধান্তে সৈকত প্রেমীদের যে দারুন সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।