বাংলাহান্ট ডেস্ক: আর সপ্তাহ খানেক পরেই উৎসবের সূত্রপাত হবে শহরে। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) শুরু হতে চলেছে আগামী ১৫ ডিসেম্বর থেকে। এই উপলক্ষে শহরে রীতিমতো চাঁদের হাট বসতে চলেছে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের থাকার কথা তো রয়েছেই, পাশাপাশি আরো কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্বের আসার কথা রয়েছে চলচ্চিত্র উৎসবে।
আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথিদের আনুষ্ঠানিক তালিকা এখনো প্রকাশ্যে না আসলেও শোনা যাচ্ছে, মায়ানগরী থেকে একাধিক তারকা আসতে পারেন কলকাতায়। বাঙালি কন্যে রানি মুখার্জি (Rani Mukerji), গায়ক অরিজিৎ সিং (Arijit Singh), প্রাক্তন অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
এর আগে রানি এবং মহেশ দুজনেই কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকেছেন। এ বছর বলিউডে ২৫ তম বছর সম্পূর্ণ করেছেন রানি। তাই এবারে কলকাতায় আসার জন্য বিশেষ আমন্ত্রণ পেয়েছেন তিনি। যদিও রানি, মহেশ কেউ আসবেন কিনা এখনো সঠিক খবর পাওয়া যায়নি।
বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষনা করেন। প্রতিবারের মতো এবারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
এ বছর চলচ্চিত্র উৎসবে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসাবে আসবেন বাংলার মেয়ে জামাই জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। শাহরুখের আসা নিয়ে সংশয় ছিল। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, কিং খান আসছেন। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে।
এর আগে একাধিক বার KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ জয়া। এসেছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাই’ শাহরুখও। এমনকি করোনার সময়ে ভার্চুয়ালিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। করোনা আবহে দুবার পেছানোর পর চলতি বছর এপ্রিলেই অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই বছরে দু বার করে চলচ্চিত্র উৎসবের আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।