‘অহেতুক সমালোচনা করা হচ্ছে রোনাল্ডোকে নিয়ে’, CR7-এর পাশে দাঁড়ালেন জার্মানির প্রাক্তন বিশ্বজয়ী তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে পর্তুগাল। মরক্কোর দুর্ভেদ্য ডিফেন্স গঞ্জালো র‍্যামোসরা ভেদ করতে পারবেন কি না সেই প্রশ্নের জবাব কালকেই পাওয়া যাবে। কিন্তু আপাতত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কিছুটা অস্বস্তিতে পর্তুগিজ শিবির। রোজই তাকে নিয়ে নানান রকম বিতর্কিত খবর প্রকাশ করছে একাংশের সংবাদমাধ্যম। সেই খবরগুলি এমনই, যে সেগুলি একটি দলের ঐক্যতে ভাঙ্গন ধরানোর জন্য যথেষ্ট।

পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় এই জন্য কাল পর্তুগিজ ফুটবল দল অফিসিয়ালি তাদের তরফ থেকে জানিয়েছে যে অধিনায়ক ক্রিশ্চিয়ানোর সঙ্গে দলের কারোর কোনও সমস্যা নেই এবং দলের প্রত্যেকেই আপাতত পাখির চোখ করেছেন নিজেদের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে। রোনাল্ডো নিজেও নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে জানিয়ে দিয়েছেন যে বহিঃস্থ কোনও শক্তির ক্ষমতা নেই পর্তুগিজ দলের ঐক্যকে ভঙ্গ করার।

এরই মধ্যে এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়ালেন তার প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ জার্মান কিংবদন্তে মিডফিল্ডার মেসুত ওজিল। ২০১০ থেকে ২০১৩ সাল অবধি ৩ মরশুম রোনাল্ডোর পাশাপাশি রিয়াল মাদ্রিদ মাঠ কাঁপিয়েছেন এই জার্মান তারকা। তিনটি মরশুমে ৮০-টির বেশি অ্যাসিস্ট করে গোটা বিশ্বকে একসময় চমকে দিয়েছিলেন ওজিল। তার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুটি দেখার মত এক বিষয় ছিল ফুটবলপ্রেমীদের চোখে।

এহেন ওজিল আজ রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে রোনালদো এবং নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “সংবাদমাধ্যম শুধুমাত্র নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য রোনাল্ডোর সম্পর্কে যেভাবে মিথ্যে খবর রটিয়ে বেড়াচ্ছে তা একেবারেই কাম্য নয়। সেই সব বিশেষজ্ঞ যারা নিজেদেরকে ক্যারিয়ার অনেক আগেই শেষ করে ফেলেছে, তারা রোনাল্ডো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা যাচ্ছেন। ক্রিশ্চিয়ানো এখন ৩৮ বছর বয়সী। আপনি নিশ্চয়ই এটা আশা করেন না যে এই বয়সেও ও মরশুমে ৫০ টা করে গোল করবে। আমি মনে করি না বর্তমান প্রজন্মের কেউ ওরে পরিসংখ্যানকে ছুঁতে পারবে। আমাদের সকলের সর্বকালের অন্যতম সেরা একজন ক্রীড়াবিদের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়া উচিত।”

 

View this post on Instagram

 

A post shared by Mesut Özil (@m10_official)

২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী তারকার এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে ফুটবল বিশ্বে। দুজনে যখন একসাথে খেলতেন তখন একে অপরের অভিন্নহৃদয় বন্ধু ছিলেন। তবে মজার ব্যাপার হলো রোনাল্ডোকে নিয়ে এমন নেতিবাচক প্রচার তার কেরিয়ারে নতুন কিছু নয়। এর আগে চিরদিন নিজের পারফরম‍্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে এসেছেন রোনাল্ডো। তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা কম। সাম্প্রতিক ফর্ম বলছে রোনাল্ডো নিজের কেরিয়ারের একদম শেষ বিন্দুতে এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে তার পক্ষে প্রত্যাবর্তন করা এক প্রকার অসম্ভবেরই সামিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর