কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেও হয়েছে শুটিং! ভক্তিভরে পুজো দেওয়ার ছবি শেয়ার করলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই প্রত‍্যেকটা প্রেক্ষাগৃহে উড়বে ‘প্রজাপতি’ (Projapoti)। প্রথম বার বাবা ছেলের জুটিতে ট্রেলারেই মন কেড়ে নিয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev)। বড়দিন তথা দেবের জন্মদিনের ঠিক আগে আগে মুক্তি পাচ্ছে প্রজাপতি। তার আগেই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোর ছবি শেয়ার করলেন দেব।

না, সাম্প্রতিক সময়ের ছবি এগুলো নয়। আসলে কলকাতার শিডিউল শেষ করেই বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিলেন দেব এবং মিঠুন। সেখানেও হয়েছে শুটিং। এর আগে কিছু ছবি শেয়ার করেছিলেন তৃণমূলের সাংসদ অভিনেতা। এবার আরো কিছু ছবি ভাগ করে নিলেন তিনি।

Dev1
ছবিতে নীল পাঞ্জাবি সাদা পাজামায় দেখা গিয়েছে দেবকে। পাশেই সাদা পাজামা পাঞ্জাবি ও গলায় হলুদ উত্তরীয়তে মিঠুন। দুজনের গলাতেই মালা, কপালে লেপা চন্দন। শিবলিঙ্গে ভক্তি ভরে ফুল, মালা, বেলপাতা, দুধ, চন্দন দিয়ে পুজো দিয়েছেন দুজনে। বাবা বিশ্বনাথকে ছুঁয়ে ছবিও তুলেছেন দুজনে।

‘তুমি আমার হিরো’ গানটিকে ভালবাসা দেওয়ার জন‍্য ধন‍্যবাদ জানিয়ে ক‍্যাপশনে দেব লিখেছেন, বারাণসীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করেছেন তাঁরা। এমনকি কাশী বিশ্বনাথের মন্দিরের ভেতরেও শুটিং করা হয়েছে। তখনকারই ছবি শেয়ার করেছেন দেব।

https://www.instagram.com/p/Cl77j9NSKJs/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছে প্রজাপতি ছবির ট্রেলার। সেখানেই ছেলে দেবের বিয়ে নিয়ে পরিকল্পনা করতে দেখা গিয়েছে বাবা মিঠুনকে।
এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দেব এবং মিঠুন‌। সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করছেন মহাগুরু। দেব পেশায় একজন ওয়েডিং প্ল‍্যানার। তাঁর বান্ধবীর চরিত্রে দেখা যাবে ‘যমুনা ঢাকি’ খ‍্যাত শ্বেতাকে। রয়েছেন কৌশানী এবং মমতা শঙ্করও। ‘মৃগয়া’ ছবির প‍র প্রজাপতির মাধ‍্যমেই আবারো মিঠুন মমতাকে একসঙ্গে দেখতে পারবে বাংলার দর্শক‌। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে প্রজাপতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর