ফের কলকাতার বুকে বড়োসড়ো দুর্ঘটনা, ভোররাতে পার্ক সার্কাসে উল্টে গেল গাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ ফের নগরীর বুকে দাঁড়িয়ে বড়োসড়ো দুর্ঘটনা (Accident)। চিংড়িহাটা ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি কেউই, তারই মধ্যে এবার পার্কসার্কাস (Park Circus)। ভোররাতে উল্টে গেল আস্ত গাড়ি।

ঠিক কি ঘটেছিল?

শনিবার ভোর রাতে পার্ক সার্কাস ৭ পয়েন্টের দিকে যাওয়ার সময় উল্টে যায় একটি প্রাইভেট গাড়ি। শীতের ভোরে রাস্তাঘাট প্রায় নির্জন ছিল। হঠাৎই একটি বিকট আওয়াজে ঘুম ভাঙে স্থানীয়দের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান তারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয় সূত্রে খবর, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি প্রাইভেট গাড়ি। কিছুক্ষণ পর চালকসহ তিন জনকে গাড়ি থেকে বেরোতেও দেখেন স্থানীয়রা। তারপর গাড়িটি রেখে পালিয়ে যান তারা। গাড়িতে থাকা তিনজনই মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। গাড়িটির মালিক কে, গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তবে সেটি কার তা এখনো জানা যায়নি। দুর্ঘটনা ঘটার পরই আহতরা গাড়ি থেকে পালিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে তাদের খোঁজে নেমেছে পুলিশ। দিনের ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটলে আরও বড়োসড়ো বিপদ হতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই চিংড়িহাটায় ভয়াবহ দুুর্ঘটনায় আহত হন পরপর ৮ জন। দুর্ঘটনায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, সে দিন একটি গাড়ি নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। চালক সিগন্যাল মানেননি বলেই অভিযোগ ওঠে। একজন সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলেও কার্যত তাকেই ধাক্কা মেরে দ্রুতগতিতে এগিয়ে যায় গাড়িটি। এরপর চালক বাঁচতে আরও গতি বাড়িয়ে দেন। এরপর একটি টাটা সুমোকে ধাক্কা মারে, যেটি উল্টে যায়। একজন পথচারীও আহত হন, উল্টে যায় একটি সাইকেলও।

accident

খাস কলকাতার বুকে দাঁড়িয়ে ক্রমাগত হতে থাকা দুর্ঘটনার দরুন ইতিমধ্যেই গতি নিয়ন্ত্রণ নিয়ে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। কিন্তু এরই মধ্যে ফের পার্ক সার্কাসের দুর্ঘটনায় চিন্তিত সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর