বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল রাজ্যে টেট পরীক্ষা। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে 16 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদা ও ব্যারাকপুর এর মধ্যে চলবে পাঁচ জোড়া স্পেশাল লোকাল ট্রেন। এই ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়বে সকাল 8 টা, 9:05 মিনিট, 9:28 মিনিট, 9:40 মিনিট ও 10:05 মিনিটে। অন্যদিকে, ব্যারাকপুর থেকে এই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে 8:48 মিনিট, 9:57 মিনিট, 10:16 মিনিট, 10:30 মিনিট ও 11 টায়।
একজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা ও নৈহাটির মধ্যে। শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়বে সকাল 9:34 মিনিটে। অন্যদিকে, নৈহাটি থেকে স্পেশাল ট্রেন ছাড়বে সকাল 10:47 মিনিটে।স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা ও ডানকুনি লাইনে। শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন ছাড়া হবে সকাল 10:15 মিনিটে ও ডানকুনি থেকে ছাড়া হবে বেলা 11:26 মিনিটে।
পূর্ব রেল একজোড়া স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদা-হাসনাবাদ শাখায়। বেলা 11:07 মিনিটে শিয়ালদা থেকে এবং হাসনাবাদ থেকে দুপুর 1:15 মিনিটে এই ট্রেন ছাড়বে। একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা- মধ্যমগ্রাম লাইনে। সকাল 7:32 মিনিটে শিয়ালদা থেকে এবং সকাল 8:52 মিনিট মধ্যমগ্রাম থেকে এই স্পেশাল ট্রেন রওনা দেবে।
এছাড়াও, বারাসত লাইনে সকাল 9:40 মিনিটে শিয়ালদা ও সকাল 10:40 মিনিটে বারাসাত থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদা ও দত্তপুকুর লাইনে শিয়ালদা থেকে সকাল 8:30 মিনিট এবং দত্তপুকুর থেকে সকাল 9:43 মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদা-বজবজ শাখায় স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে সকাল 9:45 মিনিট এবং বজবজ থেকে সকাল 10:53 মিনিটে ছাড়বে।
শিয়ালদা-সোনারপুর শাখায় সকাল 9:30 মিনিট ও 9:50 মিনিটে শিয়ালদা থেকে ও সকাল 8:42 মিনিট ও সকাল 10:11 মিনিটে সোনারপুর থেকে ছাড়বে। শিয়ালদা থেকে দুপুর 2:02 মিনিট এবং ক্যানিং থেকে বিকেল 3:45 মিনিটে স্পেশাল ট্রেন চলবে। সকাল 10:12 মিনিটে শিয়ালদা ও বেলা 11:08 মিনিটে বারুইপুর থেকে চলবে এই বিশেষ ট্রেন।