যোগীরাজ্য ছাড়িয়ে বুলডোজার এখন কাশ্মীরেও! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গির বাড়ি

বাংলা হান্ট ডেস্কঃ ইটের বদলা পাটকেল! জম্মু-কাশ্মীরে(Jammu and Kashmir) বুলডোজার চালিয়ে এক জঙ্গির (Terrorist) বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। মাটিতে মিশে গেলো বসত বাড়ি। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানানো হয়েছে, পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে সন্ত্রাসবাদী আশিক নেঙ্গরোর একটি বাড়ি রয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় সাথে জড়িত জইশ-ই-মহম্মদের সদস্য এই আশিক নেঙ্গরো। ভারত সরকারের ‘সন্ত্রাসবাদী তালিকায়ও নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা এই জঙ্গির। পাশাপাশি একাধিক সন্ত্রাসবাদী হামলায় সাথেও তার যোগ রয়েছে বলে জানা গিয়েছে। সরকার তরফে জানানো হয়েছে, কুখ্যাত জঙ্গি আশিক নেঙ্গরোর ওই বাড়িটি সরকারি জমির অধিগ্রহণ করে নির্মাণ করা হয়েছিল। তাই সেটিকে প্রশাসন তরফে ভেঙে দেওয়া হয়।

উল্লেখ্য, অক্টোবরে মাসে কাশ্মীরের বারামুল্লার এক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন , কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই নরেন্দ্র মোদি সরকারের একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে যদি বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাতে প্রধানমন্ত্রী রাজি। কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে কেন্দ্রের কোনও সমস্যা নেই। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোন প্রকার আলোচনা করতে সরকার সম্মত নয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগেই নির্বাচনকে কেন্দ্র করে কাশ্মীরে কোমর বেঁধে জঙ্গিদমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা। সেই জঙ্গিদমন অভিযানের অংশ হিসাবেই গত সেপ্টেম্বর ও চলতি মাসে বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় ফৌজ।

bulldozer action2

অন্যদিকে উপত্যকায় সন্ত্রাসবাদী কর্ম অব্যাহত রাখতে সীমান্তের ওপার থেকে জেহাদিদের পাঠাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। ভারতীয় রাজধানীর ওপর চাপ সৃষ্টি করতেই কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলতে চাইছে আইএসআই, এমনটাই ধারণা বিশেষজ্ঞ মহলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর