টাকার জন‍্য নিজের সংষ্কৃতিকে অপমান! শাস্ত্রীয় সঙ্গীতকে ব‍্যঙ্গ করার অভিযোগে ঋষভ পন্থকে কড়া ধমক কৌশিকীর

বাংলাহান্ট ডেস্ক: ফের অভিযোগের আঙুল ঋষভ পন্থের (Rishabh Pant) দিকে। শাস্ত্রীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগে জাতীয় দলের তারকা ক্রিকেটারকে তীব্র আক্রমণ করলেন সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki )। সোশ‍্যাল মিডিয়ায় ঋষভের নাম নিয়ে কটাক্ষের পর কটাক্ষ শানালেন তিনি।

কী অভিযোগ ঋষভের বিরুদ্ধে? আসলে ড্রিম ইলেভেনের একটি বিজ্ঞাপনে ঋষভের লুক নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এক শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এক মাথা বড় বড় ঝাঁকড়া চুল, সাদা পাঞ্জাবি আর কাঁধে জড়ানো শাল। এমনি লুকে দেখা মিলেছিল জাতীয় ক্রিকেট দলের কিপারের।

pant 3
আর এই বিজ্ঞাপন  দেখেই অগ্নিশর্মা কৌশিকী চক্রবর্তী। টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সঙ্গীতশিল্পী লিখেছেন, ‘এই বিজ্ঞাপন কতটা জঘন‍্য তা বোঝানোর মতো শব্দ আমার কাছে নেই। নিজের ঐতিহ‍্যকে অসম্মান করে তোমাকে বোকার মতো দেখাচ্ছে ঋষভ পন্থ। এটা পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ জাকির হুসেন, পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গীত। আমি নিশ্চিত যে এসব করে তুমি বিরাট অঙ্কের টাকা রোজগার কর, কিন্তু এটা কি উচিত?’

এখানেই থামেননি কৌশিকী। তিনি আরো লেখেন, ‘আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। আমি ক্রিকেট দেখি না, কিন্তু আমি তো কখনো ওই ক্ষেত্রটাকে অসম্মান করিনি। কোনো কিছু বোঝার ক্ষমতা না থাকলে অন্তত সেটাকে সম্মান করার মতো বোধ তো থাকা উচিত। নিজের সংষ্কৃতি নিয়ে মজা করলে তোমাকেই বোকা মনে হয়।’

কৌশিকীর সঙ্গে সহমত হয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন ঋষভের বিরুদ্ধে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা রত্নখচিত। বহু ওস্তাদ, পণ্ডিতরা সমৃদ্ধ করেছেন এই ঘরানাকে। কৌশিকী নিজেও পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ‍্যা সন্তান। নিজের ঘরানার অসম্মান তিনি মেনে নেননি। তবে জানা যাচ্ছে, টুইটটি ডিলিট করেছেন ঋষভ পন্থ।

Niranjana Nag

সম্পর্কিত খবর