ইতিহাস গড়লো অ্যাটলাস লায়ন্সরা! মরক্কোর ডিফেন্সের কাছে হার মানলো রোনাল্ডোর পর্তুগাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে ইতিহাস তৈরি করল মরক্কো। দলভর্তি তারকা নিয়েও তাদের ডিফেন্সকে ভাঙতে ব্যর্থ হল পর্তুগাল। সেই সঙ্গে বিশ্বকাপ অভিযান চিরদিনের মত শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপ ছাড়াই নিজের কেরিয়ার শেষ করতে হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।

চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়া, বেলজিয়াম, স্পেনের মতো দলের মুখোমুখি হয়েছিল তারা। তা সত্ত্বেও এখনো বিপক্ষ দলের কোনও ফুটবলার তাদের জালে বল জড়াতে পারেনি। নিজেদের অসাধারণ ডিফেন্সে ভর করে আফ্রিকা ও আরব প্রদেশের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলো তারা।

আরও একবার তেকাঠির নিচে অসাধারণ পারফরম্যান্স করলেন তাদের গোলরক্ষক ইয়াসিন বোনো। প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে ইয়াসিন আল নাসিরির দুরন্ত হেডে এগিয়ে যাওয়ার পর দুর্ভেদ‍্য হয়ে উঠেছিলেন মরক্কোর গোলরক্ষক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স প্রত্যেককে রুখে দেন তিনি। স্পেনের বিরুদ্ধে টাইব্রেকারে নায়ক হয়েছিলেন, আজ পর্তুগালের বিরুদ্ধে নায়ক হলেন ৩টি নিশ্চিত গোল বাঁচিয়ে।

তাদের কোচ ওয়ালিদ রেগ্রেগুই আগস্ট মাসে দেশটির ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে দলটির ডিফেন্সকে দুর্ভেদ্য করে তুলেছেন তিনি। এবার সেমিতে ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবে তারা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর