বাংলা হান্ট ডেস্কঃ চারিদিকে এখন ফুটবল আবহ! কাতার ফুটবল ফিভারে কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে শনিবার নিজের গড় ডায়মন্ড হারবার (Diamond Harbour) থেকে চতুর্থ এমপি কাপ (MP Cup) ফুটবলের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
‘আগামী ২০ দিন কোনও রাজনীতি নয়! আগামী দিনগুলোতে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে হবে শুধুই ফুটবল আর ফুটবল।’ উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন “রাজনীতির ময়দানে রাজনীতির খেলা হবে। সেখানে বিরোধীদের গণতান্ত্রিকভাবে কীভাবে পুঁতে দিতে হয় তা আমার জানা আছে। কিন্তু আগামী কুড়িদিন কোনও রাজনীতি নয়। রাজনীতি হবে ২০২৩ এর ১ তারিখ থেকে। আগামী দিনগুলোতে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে হবে শুধুই ফুটবল আর ফুটবল। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে সকলে মিলে ফুটবলের আনন্দ উপভোগ করুন। ডায়মন্ডহারবার এমপি কাপ উপভোগ করুন”।
শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পতাকা উত্তোলন এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে খেলার উদ্বোধন করেন অভিষেক। তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ মণ্ডল, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। এছাড়াও বিধায়ক অশোক দেব, পান্নালাল হালদার, সাংসদ শান্তনু সেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি শামীমা শেখ এবং ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুভাষ চক্রবর্তী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ডায়মন্ড হারবারে প্রথম এমপি কাপ শুরু হয়েছিল। ৩ বছর পর কোভিডের জন্য ১ বছর বন্ধ ছিল খেলা। আরেকবার বন্ধ ছিল বিধানসভা ভোটের কারণে। সারা বিশ্ব যখন বর্তমানে ফুটবল নাম জপ করছে, ঠিক সেই সময়, লাখ লাখ ফুটবলপ্রেমীদের উৎসাহকে স্বীকৃতি দিতে ফের এমপি কাপের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুরুর প্রথম বছরই ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বেশ সাফল্য এসেছে বলে জানান তিনি। সাথেই তিনি বলেন, ‘ডায়মন্ড হারবার এমপি কাপ থেকে অনুপ্রেরণা পেয়ে ভারতবর্ষ ও বাংলা জুড়ে বহু এমপি ও এমএলএ এমপি কাপ ও এমএলএ কাপের আয়োজন করছেন। আমি তাদের শুভেচ্ছা জানাই। আমাদের ভাল বিষয় সকলেরই গ্রহণ করা উচিত। ফুটবলের মাধ্যমে এলাকায় সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন বজায় রাখতে চাইলে সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই।’ উল্লেখ্য এদিনের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল বজবজ এবং ডায়মন্ড হারবার।