বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের আব্দুল মজিদ মঙ্গল (Abdul Majeed Mangal) একটি কারণের জন্য রেকর্ড গড়েছিলেন। ৬ জন স্ত্রী ও ৫৪ জন সন্তান থাকার রেকর্ড গড়ে ফেলেছিলেন পেশায় ট্রাক চালক এই ব্যক্তি। সম্প্রতি ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পাকিস্তানের নশকি জেলার বাসিন্দা আব্দুল প্রথম বিয়ে করেন ১৮ বছর বয়সে।
নিজের ৭৫ বছরের জীবনে ৬টি বিয়ে করেছিলেন আব্দুল মজিদ। এর মধ্যে ২ জন স্ত্রী ইতিমধ্যেই মারা গিয়েছেন। ৫৪ জন সন্তানের মধ্যেও ১২ জনের মৃত্যু হয়েছে। এখন তাঁর ৪ জন স্ত্রী ও ৪২ জন সন্তান জীবিত। সন্তানদের মধ্যে ২২ জন ছেলে ও ২০ জন মেয়ে।
মজিদের এক ছেলে শাহ ওয়ালি জানিয়েছেন, ৫৪ জন সন্তানের ভরণপোষণ করা মোটেও সহজ ছিল না। আব্দুল তাঁর গোটা জীবন কাজ করে গিয়েছেন। বয়সের ভারে শারীরিক অসুবিধা দেখা দিলেও সংসার চালাতে ট্রাক চালিয়ে গিয়েছেন তিনি। এমনকী, মৃত্যুর পাঁচ দিন আগে অবধিও কাজ করে গিয়েছেন আব্দুল।
শাহ ওয়ালি আরও জানিয়েছেন, তাঁদের মধ্যে কিছু জন স্নাতক পাশ করেছেন। বাকিরা ম্যাট্রিক অবধি পড়াশোনা করেছেন। তবে তাঁরা কেউ চাকরি করেন না। আর্থিক অনটনের কারণে আব্দুল মজিদের ভাল চিকিৎসাও করিয়ে উঠতে পারেননি তাঁরা।
তিনি বলেন, তাঁদের পরিবারকে সরকারি তরফেও তেমন কোনও সাহায্য করা হয়নি। পাকিস্তানের ভয়াবহ বন্যায় তাঁদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তাঁদের পরিবারের একাধিক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান শাহ ওয়ালি।
উল্লেখ্য, আব্দুল মজিল মঙ্গল ও তাঁর বৃহৎ পরিবার ২০১৭ সালে প্রথমবারের জন্য শিরোনামে আসেন। সেই সময় পাকিস্তানে জনগণনা চলছিল। ২০১৭ সালের জনগণনার আগে কেত্তা শহরের জান মহম্মদ খিলজি সর্বোচ্চ সন্তানের পিতা হিসেবে পরিচিত ছিলেন। সেই সময় তাঁর ৩৬ জন সন্তান ছিল।