টিকিটে এত টাকা ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা, অশ্বিনী বৈষ্ণবের ঘোষণায় বেজায় খুশি রেল যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক: রেল যাত্রীদের জন্য সুখবর! রেলের টিকিটের দামের উপর প্রবীণ নাগরিকদের আগে থেকেই ছাড় দেওয়া হত। কিন্তু এই পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। কারণ হিসেবে রেল (Indian Railways) জানিয়েছিল, করোনা পরিস্থিতির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা। 

এছাড়াও টিকিটের দামে ছাড় দিলে রেলের তেমন আয় হয় না। ফলে ক্রমাগত লোকসান করছিল রেল। সে জন্য এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার প্রবীণ নাগরিকদের ছাড় নিয়ে আশার খবর শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এত দিন বন্ধ রাখার পর ফের এই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। 

indian railways senior citizens

পাশাপাশি ছাড় পাওয়ার জন্য কারা যোগ্য, তা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সূত্রের খবর, প্রবীণ নাগরিকদের বয়স সীমা বদলাতে চলেছে রেলওয়ে বোর্ড। একইসঙ্গে টিকিটের উপর ছাড় কেবলমাত্র কয়েকটি শ্রেণীতেই সীমাবদ্ধ থাকবে। আগে সব শ্রেণীর মানুষই এই ছাড় পাওয়ার যোগ্য ছিলেন। 

কিন্তু এ বার সেটা বদলাতে চলেছে। প্রবীণ নাগরিকদের টিকিটের উপর ছাড় দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে ভর্তুকির হার কমে যাবে বলে জানিয়েছে রেলওয়ে বোর্ড। অর্থাৎ আগে যতটা ছাড় পেতেন, এখন আর ততটা ছাড় পাবেন না তাঁরা। এ বিষয়ে এখনও কোনও শর্তাবলী চূড়ান্ত করেনি রেলওয়ে বোর্ড।

Ashwini Vaishnaw

রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ট্রেনে ভ্রমণকারী প্রত্যেক নাগরিকই গড়ে ৫৩ শতাংশ ছাড় পেয়ে থাকেন। এছাড়া দিব্যাঙ্গজন, পড়ুয়া এবং রোগীরা আরও অন্যান্য ভর্তুকি পেয়ে থাকেন। প্রসঙ্গত, লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জিজ্ঞেস করা হয়েছিল রেলে আবার টিকিটের উপর ভর্তুকি চালু করা হবে কিনা।

এই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবর্ষে যাত্রীদের টিকিটে ৫৯ হাজার ৮৩৭ কোটি টাকার ভর্তুকি দিয়েছিল রেল। এছাড়াও সংসদের স্ট্যান্ডিং কমিটি স্লিপার ও বাতানুকূল তৃতীয় শ্রেণীতে ভ্রমণরত প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছে।   

Subhraroop

সম্পর্কিত খবর