‘তুমিই সেরা ছিলে, তুমিই সেরা থাকবে’, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদ্দেশ্যে খোলা চিঠি বিরাট কোহলির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর একদিন কেটে গিয়েছে। একাংশের ফুটবলপ্রেমীদের মনটা এখনো শূন্যতায় ভরা। কারণ বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ছয় মাস ধরে জীবনে প্রথমবারের মতো অফফর্মে শিকার হয়েছিলেন তিনি। সেই সময়ই পড়েছিল বিশ্বকাপ। ক্লাব ফুটবলে এমনিতেই নিয়মিত জায়গা পাচ্ছিলেন না দলে। বিশ্বকাপে আসার আগে সেই খবর উগড়ে দিয়ে এসেছিলেন তিনি। কিন্তু ফর্মে ফেরাটা হলো না আর। এমনকি পর্তুগালের হয়ে শেষ দুই ম্যাচেও বেঞ্চে বসতে হয়েছিল তাকে। ফলে শেষটা অত্যন্ত বেদনাদায়কভাবে হলো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের।

এরপর আর কোনও বড় ইউরোপিয়ান ক্লাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খেলতে দেখা যাবে বলে মনে হয় না। মরক্কোর বিরুদ্ধে হারের পর যেভাবে চোখের জলে ভেসে মাঠ ছেড়েছিলেন পর্তুগিজ মহাতারকা, তাতে যদি তিনি পাকাপাকিভাবে ফুটবল থেকে অবসর ঘোষণা করে দেন তাহলেও আশ্চর্য হওয়ার থাকবে না। যদিও এইমুহূর্তে তার কাছে সৌদি আরবের ক্লাব ‘আল নাসির’-এর মাথা ঘুরিয়ে দেওয়ার মত আর্থিক অফার রয়েছে। কিন্তু রোনাল্ডো নিজেও এর আগে একাধিকবার জানিয়েছিলেন যে তিনি যখন ফুটবল ছাড়বেন তখন সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছাড়বেন। এমন অবস্থায় তিনি এশিয়ার ক্লাবটিতে যোগ দিতে রাজি হবেন কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে।

এমন কঠিন পরিস্থিতিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। বরাবরই তিনি প্রকাশ্যে এটা জানিয়ে এসেছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিরাট কোহলির সঙ্গে রোনাল্ডোর একাধিক মিলও রয়েছে। তিনিও একইরকম আগ্রাসী মানসিকতা সম্পন্ন ক্রীড়াবিদ। দুজনেই একার হাতে নিজের দলকে ম্যাচ জেতাতে সক্ষম। দুজনেই নিজের কেরিয়ারের অত্যন্ত শুরুর দিকে নিজের বাবাকে হারিয়েছিলেন। দুজনেই নিজেদের ছেলেবেলায় আর্থিক স্বচ্ছলতার মুখ দেখেননি। খুব সম্ভবত নিজের সঙ্গে একাধিক মিলের কারণেই রোনাল্ডোকে অত্যন্ত পছন্দ করেন বিরাট।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিশ্চিয়ানোর পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি নিজের পোস্টে রোনাল্ডোর একটি ছবি দিয়ে লিখেছেন, “কোনও ট্রফি বা কোনও শিরোপা আপনি এই খেলায় এবং সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছেন তা থেকে কিছু কেড়ে নিতে পারে না। কোনও শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন এবং আমরা যখন আপনাকে খেলতে দেখি তখন আমি এবং বিশ্বের অনেক মানুষ কী অনুভব করে। এটা ঈশ্বরের দান। একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশীর্বাদ যিনি প্রতিবার তার হৃদয় দিয়ে খেলেন এবং কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের প্রতিমূর্তি এবং যে কোনও ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তুমিই আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।”

https://www.instagram.com/p/CmDIVYzPua7/?igshid=OTRmMjhlYjM=

বিরাট কোহলি এইমুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন।দুদিন আগেই তিনি তিন বছর ধরে কোন ওডিআই শতরান না করার ধারা ভেঙেছেন। বাংলাদেশের বিরুদ্ধে নিজের ৭২ তম আন্তর্জাতিক শতরানটি করেছেন বিরাট। যদিও সিরিজটি ভারতকে খোয়াতে হয়েছিল ২-১ ব্যবধানে। এবার টেস্ট সিরিজের ওপর ফোকাস করছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর