তেতো লোক যদি উচ্ছেবাবু হতে পারে… শুরু হতে না হতেই ‘মিঠাই’কে ট্রোল ‘তোমার খোলা হাওয়া’র!

বাংলাহান্ট ডেস্ক: সোমবার, ১২ ডিসেম্বর থেকে জি বাংলায় পথচলা শুরু করল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহার নতুন সিরিয়ালের প্রোমো বেরোনোর সঙ্গে সঙ্গেই ঘোষনা হয়ে গিয়েছিল সম্প্রচারের তারিখ এবং সময়ের। সেই মতো গত শুক্রবার বিদায় নিয়েছে জি এর অন‍্যতম পুরনো সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ আর সেই সাড়ে নটার স্লটে শুরু হয়েছে তোমার খোলা হাওয়া।

প্রথম থেকেই সিরিয়ালটি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। কারণ এই প্রথম বাংলা সিরিয়ালে ‘ভেন্ট্রিলোকুইজম’ তুলে ধরা হচ্ছে। নায়িকা ঝিলমিল ওরফে স্বস্তিকা এখানে একজন ভেন্ট্রিলোকুইস্ট। কণ্ঠস্বরের জাদুতে হাতের প্রাণহীন পুতুলকে জীবন্ত করে তোলা তার বাঁহাতের খেল। অন‍্যদিকে নায়ক শুভঙ্কর কড়া নিয়মে বাঁধা একজন মানুষ।

Tomar khola hawa
দুই অসম বয়সের এবং অসম স্বভাবের মানুষের কাছাকাছি আসার কাহিনিই বলবে তোমার খোলা হাওয়া। কিন্তু শুরুতেই একটা গণ্ডগোল করে বসলেন নির্মাতারা। প্রথম পর্বেই পরোক্ষে জি এর এক সময়কার টপার ‘মিঠাই’কে কটাক্ষ করে বসল চ‍্যানেলের নতুন সদস‍্য।

পর্বের শুরুতেই দেখা যায়, হাতের পুতুল নিয়ে মঞ্চে বসে খেলা দেখাচ্ছে ঝিলমিল‌। শাশুড়ি বৌমার কথোপকথন কেমন হতে পারে সেটাই মজা করে দেখাচ্ছিল ঝিলমিল‌। তখনি বৌমারূপী হাতের পুতুল স্বামীকে ‘ঢ‍্যাঁড়শ বাবু’ বলে ডেকে ওঠে। স্বামীকে কিনা ঢ‍্যাঁড়শ বাবু বলা! শাশুড়ি রূপী ঝিলমিলের বকুনিতে বৌমা পুতুলের চটজলদি উত্তর, কেন তেতো মানুষ যদি ‘উচ্ছেবাবু’ হতে পারে তবে ন‍্যাদোস মানুষ ‘ঢ‍্যাঁড়শ বাবু’ হবে না কেন?

পরোক্ষে খোঁচাটা যে কোনদিকে উদ্দেশ‍্য করে ছিল তা বুঝতে বাকি থাকেনি কারোরই। মিঠাই ভক্তরা পালটা কটাক্ষও শানিয়েছেন। জি এর সবথেকে বেশিদিনের চ‍্যানেল টপার তথা বেঙ্গল টপার ছিল মিঠাই। এখন নতুন এসে সেই মিঠাইকেই ট্রোল করে টিআরপি পেতে চাইছে ‘তোমার খোলা হাওয়া’, ক্ষোভ ‘সিধাই’ ভক্তদের।

তবে নতুন সিরিয়ালের প্রথম পর্ব বেশ মনে ধরেছে অনেকেরই। এই নিয়ে এটি তিন নম্বর সিরিয়াল যা নতুন শুরু হল। ভাল ট্র‍্যাক ধরে রেখে সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।


Niranjana Nag

সম্পর্কিত খবর