বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়াল (Serial) আসবে, পুরনোরা বিদায় নেবে, এটাই অলিখিত নিয়ম টেলিপাড়ার। বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে। এখন অবশ্য কয়েক মাসের পুরনো হলেই পাততাড়ি গোটাতে হচ্ছে বহু সিরিয়ালকে, সে টিআরপি থাকুক আর নাই থাকুক। তেমনি নতুনরা আসায় জা গা ছাড়তে হচ্ছে পুরনোদের। দীর্ঘদিনের স্লট বদলেছে ‘মিঠাই’ এর। এবার তার প্রাক্তন প্রতিবেশী ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’কেও (Lokkhi Kakima Superstar) ছাড়তে হল জায়গা।
একগুচ্ছ নতুন সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তিনটি নতুন সিরিয়াল। লাইনে আরো একটি ‘রাঙা বউ’। এই মেগার হাত ধরেই জি তে কামব্যাক করছে ‘ত্রিনয়নী’ জুটি শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরী। বেশ কিছুদিন আগেই প্রোমো এসে গিয়েছিল রাঙা বউ এর। অবশেষে প্রকাশ্যে এল সম্প্রচারের সময়।
আগামী ১৯ ডিসেম্বর থেকে Ranga bou replaced lokkhi kakima superstar nn সাড়ে আটটায় সম্প্রচারিত হবে ‘রাঙা বউ’। এতদিন ওই স্লট ছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর। কিন্তু রাঙা বউ আসতেই সরতে হচ্ছে লক্ষ্মীকে। সাড়ে আটটা থেকে সরিয়ে সোজা রাত দশটার স্লটৈ পাঠিয়ে দেওয়া হয়েছে এই মেগাকে।
বিষয়টা নিয়ে লক্ষ্মী কাকিমার ভক্তরা যে বিশেষ সন্তুষ্ট নন তা বলাই বাহুল্য। প্রথম থেকেই প্রাইম টাইমে ছিল সিরিয়ালটি। সেখান থেকে রাতের স্লটে পাঠিয়ে দেওয়ায় ক্ষুব্ধ অনেকেই। তবে রাঙা বউ কেমন হয়, ত্রিনয়নী জুটি নতুন কোনো চমক আনতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
উল্লেখ্য, রাত দশটায় এখন সম্প্রচারিত হয় ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। তবে ইতিমধ্যেই সিরিয়ালটির শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বোধির শেষ সম্প্রচার। তাই ওই স্লটেই দেওয়া হয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টারকে।