গেরুয়া বিকিনিতে দীপিকা, তাকে ‘অশালীন’ স্পর্শ শাহরুখের! হিন্দুরা সচেতন হন, বয়কটের ডাক ‘পাঠান’কে

বাংলাহান্ট ডেস্ক: লম্বা বিরতির পর অবশেষে পাঠান মুক্তির জন‍্য কোমর বাঁধছেন শাহরুখ খান (Shahrukh Khan)। আগামী বছর জানুয়ারিতেই পর্দায় কিং খান ম‍্যাজিক দেখতে পাওয়ার কথা দর্শকদের। তার আগেই ছবির প্রথম গান প্রকাশ‍্যে এসেছে নির্মাতাদের তরফে। ‘বেশরম’ হয়ে দীপিকার সঙ্গে শাহরুখের রসায়ন জমে ক্ষীর। একদিকে যখন ‘বেশরম রং’ নিয়ে চর্চা তুঙ্গে, তখনি আরেকদিকে ‘পাঠান’ বয়কটের ডাকও জোরালো হয়ে উঠেছে।

পাঠান এবং শাহরুখকে বয়কটের ডাক অবশ‍্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে। কেউ কেউ আবার দাওয়াই দিয়েছিলেন, শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।

Shahrukh khan
মাঝে কিছুদিন বন্ধ হয়েছিল বয়কটের ডাক। কিন্তু বেশরম রং মুক্তি পাওয়ার পর ফের তেড়েফুঁড়ে উঠেছেন বয়কটকারীরা। বয়কট করার কারণও জানিয়েছেন তারা। আসলে গানের একটি দৃশ‍্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। বয়কটকারীদের দাবি, এই ছবি থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। হিন্দুদের এখন থেকেই সাবধান হওয়া দরকার। এটাই পাঠান বয়কট করার সবথেকে বড় কারণ হওয়া উচিত বলে দাবি নেটনাগরিকদের।

https://twitter.com/ssaratht/status/1602263640534667264?t=_wrPkLREX-LkevCqX5PA6w&s=19

পাশাপাশি দীপিকার নাচের সঙ্গে রণবীর সিংয়ের নগ্ন  ফটোশুটেরও একটি ছবি কোলাজ করে মিম ভিডিও বানানো হয়েছে। টুইটারে ‘হ‍্যাশট‍্যাগ বয়কট পাঠান’ এবং ‘বয়কট বলিউড’ ফের ট্রেন্ডিংয়ে। এখনো পর্যন্ত ছবির ট্রেলারও বেরোতে পারেনি। এর মধ‍্যেই বয়কটের ডাক চিন্তায় ফেলেছে নির্মাতাদের। তবে বিষয়টা নিয়ে শাহরুখ এখনো কোনো মন্তব‍্য করেননি।

https://twitter.com/dheerajsharmads/status/1602263650022330368?t=M0AN-wb_1ibht3gGWmdmhA&s=19

তিনি আপাতত ব‍্যস্ত তীর্থযাত্রা নিয়ে। অতি সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন শাহরুখ। পাঠান মুক্তির আগে সেখানে পুজো দেন তিনি। তার আগে মক্কায় গিয়ে উমরাহ পালন করতেও দেখা গিয়েছিল শাহরুখকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর