বাংলাহান্ট ডেস্ক: শুরু হতে না হতেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে ‘সোহাগ জল’ (Sohag Jol)। জি বাংলার এই সিরিয়াল প্রথম থেকেই চর্চায় রয়েছে। পরিচালক নিয়ে বিতর্কের পর এবার অভিনেত্রীদের মধ্যে বিবাদের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে সিরিয়ালটি। সহ অভিনেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্যর অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় (Pushpita Mukherjee)।
সঙ্ঘমিত্রা এবং পুষ্পিতা দুজনেই টেলিপাড়ার নামী এবং সিনিয়র অভিনেত্রী। দুজনের বিবাদের খবর তাই ছড়িয়ে পড়তে দেরি হয়নি। এক সাক্ষাৎকারে সঙ্ঘমিত্রা ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, পুষ্পিতা নাকি তাঁকে মেকআপ রুম থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। বিষয়টা নিয়ে এতদিন চুপ করে থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পুষ্পিতা জানান আসল ঘটনাটা। তিনি জানান, তাঁর দুবার করোনা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফুসফুসের অবস্থা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে গিয়েছে। তাই কোনো কাজের জন্য হ্যাঁ বলার আগেই আলাদা মেকআপ রুমের কথা বলে রাখেন তিনি। এমনকি পারিশ্রমিক নিয়ে আলোচনারও আগে এই বিশেষ দাবিটা তিনি বলে রাখেন।
সোহাগ জলের ক্ষেত্রেও প্রযোজক সংস্থাকে তিনি আলাদা মেকআপ রুমের কথা বলে রেখেছিলেন। পুষ্পিতা বলেন, কুমকুমদি ওরফে সঙ্ঘমিত্রার সঙ্গে এ ব্যাপারে তাঁর কোনো কথাই হয়নি। প্রযোজনা সংস্থার তরফেই প্রবীণ অভিনেত্রীকে আলাদা মেকআপ রুম দেওয়া হয়েছিল। পুষ্পিতা আরো দাবি করেন, শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এমনটা ঘটানো হয়েছে।
কান্নায় ভেঙে পড়ে পুষ্পিতা বলেন, ২৮ বছর ধরে অভিনয় কেরিয়ারে রয়েছেন তিনি। এতদিনে কেউ তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলতে পারেনি। তিনি আরো বলেন, বাবা ক্যানসার আক্রান্ত। স্বামী থাকেন দিল্লিতে। ছোট ছেলেকে নিয়ে কলকাতায় থাকেন পুষ্পিতা। তাঁর সুস্থ থাকা খুবই দরকার। কিন্তু এমন অভিযোগে তিনি ভেঙে পড়েছেন মানসিক ভাবে।