বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। তবে, উল্লেখযোগ্য বিষয় হল সরকার এবার যে সংস্থাটিকে বিক্রি করতে চলেছে সেটি কিন্তু লাভজনক কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের (Rashtriya Ispat Nigam Limited) পুরো অংশীদারিত্ব বিক্রি করতে চায়। যার জন্য আগামী বছরের জানুয়ারি মাসের শেষ নাগাদ কোম্পানিগুলির কাছ থেকে প্রস্তাব (EOI) চাওয়া হতে পারে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২১-২২ অর্থবর্ষে RINL ৯১৩ কোটি টাকা লাভ করেছিল। যেখানে এটির টার্নওভার ছিল ২৮,২১৫ কোটি টাকা। এদিকে, সূত্র জানিয়েছে যে, এর জন্য ডিসেম্বরের শুরুতে একটি প্রি-বিড কনসালটেশন মিটিং সম্পন্ন হয়। যেখানে টাটা স্টিল, আদানি গ্রুপ এবং জেএসডব্লিউ স্টিলের মত সংস্থা RINL-কে কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, RINL-এর প্ল্যান্ট গঙ্গাভরম বন্দরের কাছে অবস্থিত। এদিকে, এই বন্দরের মালিকানা রয়েছে আদানি গ্রুপের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল RINL-এর মোট ২২,০০০ একর জমি রয়েছে। যে কারণে এই সংস্থাটিকে কিনতে আগ্রহী সবাই।
মূলত, টাটা স্টিল, আদানি গ্রুপ এবং জেএসডব্লিউ স্টিল সহ সাতটি কোম্পানি এই আগ্রহ দেখিয়েছে। এদিকে, এই কোম্পানির স্ট্র্যাটেজিক সেলের জন্য সরকার গত নভেম্বরের শেষ সপ্তাহে একটি রোডশোর আয়োজন করেছিল। সেটিতেও বেশ ভালো সাড়া মেলে। এরপর গত ২ ডিসেম্বর স্টিল ইন্ডাস্ট্রির সাথে একটি আলোচনা হয়। যেখানে সব বড় ইস্পাত কোম্পানি অংশ নেয়।
এদিকে এর আগে, টাটা স্টিলের সিইও টিভি নরেন্দ্রন জানিয়েছিলেন যে, তাঁর কোম্পানি RINL-এর প্ল্যান্ট কিনতে আগ্রহী। তিনি বলেন, এই প্ল্যান্টটি উপকূলীয় এলাকায় হওয়ায় এটি কেনার ভালো সুযোগ রয়েছে। সূত্রের মতে, সরকার এই কোম্পানির পুরো ১০০ শতাংশ শেয়ার একসাথে বিক্রি করতে চায়। যদিও, এটি ভ্যালুয়েশনের উপর নির্ভর করবে।
এমতাবস্থায়, RINL-এর কর্মীরা এই বিক্রির প্রতিবাদ করছেন। পাশাপাশি, তাঁরা সরকার কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক দফা আলোচনাও সেরেছেন। জানা গিয়েছে, সরকার তাদের আশ্বস্ত করে জানিয়েছে যে, স্ট্র্যাটেজিক সেলের শর্তে তাঁদের স্বার্থের দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে। উল্লেখ্য যে, CCEA ২০২১ সালের জানুয়ারিতে RINL-এর ক্ষেত্রে সরকারের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব অনুমোদন করেছিল।