বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক ভ্রমণপিপাসুর কাছেই সিঙ্গাপুর (Singapore) হল পছন্দের একটি জায়গা। সেখানকার টুরিস্ট স্পটগুলির পাশাপাশি অত্যাধুনিক এই শহর খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। তবে, সেখানে বেড়াতে যাওয়াটা মোটেও সহজ ব্যাপার নয়। কারণ, তার জন্য চাই প্রয়োজনীয় বাজেট।
এমনকি, প্রয়োজন পড়ে পাসপোর্ট এবং ভিসারও। আর সেই কারণে অনেকের মনেই সুপ্ত অবস্থায় থেকে যায় সিঙ্গাপুরে বেড়াতে যাওয়ার ইচ্ছে। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের জানাবো যে কিভাবে একদম স্বল্প খরচে এবং পাসপোর্ট-ভিসার চিন্তা ছাড়াই আপনি সরাসরি সিঙ্গাপুরে পৌঁছে যেতে পারেন!
হ্যাঁ, প্রথমে এটা শুনে আকাশ থেকে পড়লেও এটা কিন্তু একদমই সত্যি। এমনকি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি ট্রেনে চেপেই পৌঁছে যেতে পারেন সিঙ্গাপুরে। তবে, সেজন্য আপনাকে ওড়িশার ট্রেন ধরতে হবে। কারণ আমরা যে “সিঙ্গাপুর'”-এর প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি ওড়িশাতেই অবস্থিত।
মূলত, ওড়িশাতে এমন একটি রেল স্টেশন রয়েছে যেটির নাম হল “সিঙ্গাপুর রোড স্টেশন” (Singapur Road Stataion)। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এটি দেশের একটি রেল স্টেশন হওয়ার কারণে এখানে যেতে আপনার কোনো ভিসা-পাসপোর্টের প্রয়োজন নেই। ভারতীয় রেলের অন্তর্গত এই স্টেশনের কোড নাম হল “SPRD/Singapur Road”। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই রেল স্টেশনের ওপর দিয়ে বিলাসপুর-তিরুপতি এক্সপ্রেস, হীরাখণ্ড এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস সহ ২৫ টিরও বেশি ট্রেন চলাচল করে। যদিও এই স্টেশনে খুব কম ট্রেনেরই স্টপেজ রয়েছে।
ভারতে অদ্ভুত কিছু নামের আরও কয়েকটি রেল স্টেশন রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে এমন অদ্ভুত নামের একাধিক রেলস্টেশন রয়েছে। রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি রেল স্টেশনের নাম হল “বাপ রেলওয়ে স্টেশন”। অন্যদিকে, উদয়পুরে অবস্থিত একটি রেল.স্টেশনের নাম রয়েছে “নানা”। শুধু তাই নয়, জয়পুরের কাছে একটি রেল স্টেশনের নাম হল “সালি”। এছাড়াও, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কাছে “সহেলি” নামের একটি রেল স্টেশনও রয়েছে।