ঈশান, আকাশদের দুর্দান্ত বোলিংয়ের পর কৌশিক, অনুষ্টুপদের ব্যাটে ভর করে রঞ্জির প্রথম ম্যাচে জয় বাংলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় পেল বাংলা। ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী, অনুষ্টুপ মজুমদার, কৌশিক ঘোষদের দাপটে ম্যাচের চতুর্থ দিন ৬ উইকেটে জয় পেলো মনোজ তিওয়ারির দল। প্রথম ইনিংসে ঈশান পোড়েলদের দাপটে ১৯৮ রানে আটকে গিয়েছিল উত্তরপ্রদেশ। কিন্তু সেখান থেকে খুব বেশি সুবিধা নিতে পারেনি বাংলা।

এরপর ব্যাটিং করতে নেমে অভিষেক পোড়েল (৩৩) এবং আকাশদীপ (৪১) বাদে কেউই খুব একটা প্রভাব ফেলতে পারেনি ব্যাট হাতে। ছয় উইকেট নিয়ে বাংলার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে যাওয়া শিবম মাভি। বড় কোনও পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়েছিলেন বাংলার ব্যাটাররা।

দ্বিতীয় ইনিংসে ইডেনের পিচ অনেকটাই ব্যাটিং বান্ধব হয়ে উঠেছিল। তার মধ্যেও রিংকু সিংয়ের ব্যাটে ভর করে ২২৭ রান বোর্ডে তুলেছিল উত্তরপ্রদেশ। তার সঙ্গে আগের ইনিংসের ২৯ রানের লিড মিলিয়ে বাংলার জন্য জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৫৭।

দ্বিতীয় ইনিংসে উইকেট পেয়েছিলেন বাংলার সকল বোলারই। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪০ রান করার পাশাপাশি এই ইনিংস সর্বোচ্চ উইকেট (৩টি) পেয়েছিলেন আকাশদীপ। ঈশান পোড়েল, প্রীতম চক্রবর্তী, সায়নশেখর মন্ডলরা পেয়েছিলেন ২টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে অভিষেক দাস এবং সুদীপ কুমার ঘরামিকে দ্রুত হারাতে হলেও একটি বড় পার্টনারশিপ হয় ওপেনার কৌশিক এবং অভিজ্ঞ অনুষ্টুপের মধ্যে। শেষপর্যন্ত কৌশিক ঘোষের ৬৯ ও অনুষ্টুপ মজুমদারের ৮৩ রানের ইনিংসে ভর করে মাত্র চার উইকেট খুলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বাংলা, দুটি সেশন হাতে রেখে। ২ ইনিংসেই দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হন ঈশান। জয় দিয়েই এবারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করলো মনোজ তিওয়ারির দল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর