বাংলাহান্ট ডেস্ক: বলিউডি কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। তিনি একা নন, তাঁর দিদি রঙ্গোলি চান্দেলও (Rangoli Chandel) জীবনেও কম বাধার সম্মুখীন হননি। ভয়ঙ্করতম অধ্যায় পেরিয়ে এসেছেন রঙ্গোলি। অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি। সেই ঘটনার কথা কঙ্গনাও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
মাত্র ২১ বছর বয়সে অ্যাসিড অ্যাটাকের শিকার হন রঙ্গোলি। থার্ড ডিগ্রি বার্ন হয়ে গিয়েছিল তাঁর শরীরে। মুখের একটা দিক পুড়ে গিয়েছিল রঙ্গোলির। বুকের একদিক গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এক চোখের দৃষ্টিও হারিয়ে গিয়েছিল তাঁর। এক বছর সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গিয়েছিল রঙ্গোলির। সেই ভয়াবহতা এখনো তাড়া করে বেড়ায় বোন কঙ্গনাকে।
সম্প্রতি দিল্লিতে এক ১৭ বছর বয়সী তরুণীর অ্যাসিড অ্যাটাকের ঘটনা নিজের দিদির অভিজ্ঞতাটা মনে করিয়ে দিয়েছে কঙ্গনাকে। দিল্লির দ্বারকায় দুই মুখোশধারী ব্যক্তি বাইকে করে এসে এক স্কুল পড়ুয়াকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। জানা যাচ্ছে, ৮ শতাংশ পোড়ার ক্ষত হয়েছে মেয়েটির শরীরে। বার্ন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত।
এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, ‘আমি তখন টিনেজার, যখন আমার দিদি রঙ্গোলিকে এক রোডসাইড রোমিও অ্যাসিড নিয়ে হামলা করে। ৫২ টা সার্জারি হয়েছিল ওর, অকল্পনীয় শারীরিক এবং মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমাদের পরিবার বিধ্বস্ত হয়ে পড়েছিল।’
কঙ্গনা আরো জানান, তাঁকেও থেরাপির সাহায্য নিতে হয়েছিল। কারণ তাঁর সবসময় মনে হত তাঁর উপরেও কেউ অ্যাসিড নিয়ে হামলা করতে পারে। পাশ দিয়ে কোনো মানুষ, গাড়ি গেলেই তাড়াতাড়ি নিজের মুখ চাপা দিতেন তিনি। কঙ্গনা লিখেছেন, অ্যাসিড অ্যাটাকের মতো নৃশংস অপরাধের মাত্রা এখনো কমেনি। সরকারের উচিত এ ব্যাপারে কঠোর আইন বলবৎ করা।