বাংলাহান্ট ডেস্ক: তামাকজাত সামগ্রীর উপর প্রতিরোধ অভিযান গড়ে তুলতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে কেন্দ্র। আজ জিএসটি কাউন্সিলের (48th GST Council Meeting) একটি বৈঠক হওয়ার কথা। সেখানে একাধিক ক্ষেত্রে বিবাদ কম করা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে করের উপর স্বচ্ছতা আনতে এক ডজনের বেশি নিয়মে পরিবর্তন আনার কথা ভাবা হতে পারে।
পান মশলা ও গুটকার মতো দ্রব্যের উপর অতিরিক্ত কর চাপানো নিয়ে আলোচনা হতে পারে ৪৮ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে। গুটকা সংস্থাগুলির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বিষয়টি মাথায় রেখে এই সামগ্রীর উপর অতিরিক্ত কর চাপানোর দাবিও জানানো হয়েছিল মন্ত্রীদের তরফে। এই দ্রব্যের খুচরো দামের সঙ্গে এই কর যোগ করার কথা বলা হয়েছিল।
জানা গিয়েছে, মন্ত্রীদের ওই দল একটি নির্দিষ্ট কর ভিত্তিক লেভি প্রস্তাব এনেছে। মোট ৩৮টি সামগ্রীর উপর নির্দিষ্ট পরিমাণে কর চাপানোর প্রস্তাব জানিয়েছে। এই দ্রব্যগুলির খুচরো বিক্রয় মূল্যের উপর ১২ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর চাপানো হোক বলে মত মন্ত্রীদের। বর্তমানে এই সামগ্রীর উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়।
ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারির নেতৃত্বে মন্ত্রীদের এই প্যানেল এ বিষয়ে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট অনুমোদিত হলে খুচরো বিক্রেতা ও ডিস্ট্রিবিউটার; উভয় পর্যায়েই রাজস্ব ফাঁকি দেওয়ার প্রতিরোধ করা সম্ভব হবে। প্যানেলের মতে, সাপ্লাই চেনের পরের পর্যায়ে সর্বোচ্চ কর ফাঁকির ঘটনা ঘটছে। বেশিরভাগ খুচরো বিক্রেতা জিএসটি রেজিস্ট্রেশন সীমার নীচে। সে জন্য তাঁদের খোঁজ পাওয়া কঠিন।
সেই জন্য প্যানেল সিদ্ধান্ত নিয়েছে, গুটকা কোম্পানিগুলির স্তরেই কর বাড়িয়ে দেওয়া হবে। যাতে রাজস্ব ফাঁকি দেওয়া না যায়। কেমন হতে চলেছে পরিবর্তিত করের হার? ধরা যাক প্রস্তুতকারক পাঁচ টাকার পান মশলার প্যাকেটে ১.৪৬ টাকা জিএসটি দিচ্ছে। এরপর সাপ্লায়ার দিচ্ছে ০.৮৮ টাকা। এই ভাবে মোট ২.৩৪ টাকা কর দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত পদক্ষেপ অনুযায়ী, ট্যাক্স আউটগো কমবেশি ২.৩৪ টাকাই থাকবে। কিন্তু প্রস্তুতকারককে দিতে হবে ২.০৪ টাকা এবং ডিস্ট্রিবিউটার ও খুচরো বিক্রেতাকে দিতে হবে ০.২৮ টাকা। আজকের জিএসটি কাউন্সিলের বৈঠকের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীরা। কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলির ঊর্ধ্বতম কর্মকর্তারাও যোগ দেবেন বৈঠকে।