মেসি নাকি এমবাপ্পে, বিশ্বকাপ ফাইনালের আগে পারফরম্যান্সের দিক দিয়ে কে বেশি এগিয়ে?

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ‘শেষ ১৬’ পর্বে মুখোমুখি হয়েছিল দুই তারকা। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মেসির আর্জেন্টিনাকে ৪-৩ ফলে হারিয়েছিল এমবাপ্পের ফ্রান্স। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ফ্রেঞ্চ তারকা। আর্জেন্টিনার দুটি গোল এসেছিল মেসির সহায়তায়।

এরপর অবশ্য অনেক কিছু পরিবর্তন ঘটে গিয়েছে। মেসি এবং এমবাপ্পে এখন পিএসজিতে একে অপরের সতীর্থ। মেসির গোলের ঠিকানা লেখা বল থেকে এমবাপ্পের গোলরক্ষকদের পরাস্ত করাটা ফুটবলভক্তদের কাছে পরিচিত দৃশ্য হয়ে গিয়েছে। কিন্তু এখন তারা প্রস্তুত হচ্ছেন ফের একবার একে অপরের মুখোমুখি হওয়ার জন্য।

দুজনেই এইমুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ মিলিয়ে মোট ৫৭০ মিনিট মাঠে ছিলেন মেসি। বিশ্বকাপে তিনি মোট ৫ টি গোল করে ফেলেছেন। সতীর্থদের দিয়ে ৩ টি গোল করিয়েওছেন। অপরদিকে এমবাপ্পে ৬ টি ম্যাচ মিলিয়ে মোট ৪৭৭ মিনিট মাঠে কাটিয়েছেন। গোল করেছেন ৫ টি এবং করিয়েছেন ২ টি। কাল দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের জন্যও লড়াই করবেন তারা।

lionel messi last wc

চলতি বছরে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে মরশুমের মাঝপথে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ক্লাব মরশুমের অর্ধেকটা খেলা হয়েছে। পিএসজির হয়ে ২০ টি ম্যাচ খেলে ১৯ টি গোল করে ৫ টি গোল করিয়ে বিশ্বকাপে এসেছেন এমবাপ্পে। অপরদিকে মেসি ক্লাব ফুটবলে ১৯ ম্যাচে ১২ গোল করে ও ১০ টি অ্যাসিস্ট করে বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছিলেন।

এর থেকে একটা কথা অত্যন্ত পরিষ্কার। কাল বিশ্বকাপ ফাইনালে যার দেশই জয় পাক না কেন, যোগ্য হিসাবেই এই দুই তারকার মধ্যে কোনও একজনের হাতে উঠবে বিশ্বকাপ। মেসির এটা শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। এমবাপ্পের সামনে সুযোগ মাত্র ২৩ বছরের মধ্যেই ২ টি বিশ্বকাপ জিতে ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলার। সেই লক্ষ্যে সর্বশক্তি দিয়েই দুজনে মাঠে নামবে।

X