দেবের পরিবারে মৃত্যুশোক, স্বজনকে হারালেন অভিনেতা-সাংসদ

বাংলাহান্ট ডেস্ক: গত বৃহস্পতিবারই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল সাংসদ তথা অভিনেতা দেবকে (Dev)। হাসিমুখে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উপস্থিত ছিলেন তিনি। পরের দিনই এল খারাপ খবর। বড় অঘটন ঘটে গেল দেবের পরিবারে। প্রিয়জনকে হারালেন অভিনেতা।

প্রয়াত দেবের জেঠু তারাপদ অধিকারী। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার রাতে আচমকাই ঝড়ের মতো আসে খারাপ খবরটা। মেদিনীপুরের কেশপুরে দেব ও তাঁর পরিবারের আদি বাড়ি। অভিনেতার জেঠু থাকতেন সেখানেই। ওখানেই তাঁর শেষকৃত্য হবে বলে খবর। মেদিনীপুরের উদ্দেশে রওনাও হয়ে গিয়েছেন দেব।

Dev tmc
উল্লেখ্য, মুম্বইয়ে দেবের বাবা গুরুপদ অধিকারীর ক্যাটারিং এর ব্যবসা ছিল। বাবার ব্যবসায় কাজও করেছিলেন অভিনেতা। তখনো অবশ্য তিনি অভিনেতা হননি। দেবের জেঠু তারও আগে থেকে মুম্বইয়ে কর্মরত ছিলেন। ভাইয়ের ব্যবসা শুরু করায় সাহায্য করেছিলেন তিনি। অভিনেতার বাবাও পৌঁছে গিয়েছেন দাদার শেষকৃত্যে।

প্রসঙ্গত, আর কিছুদিন পরেই মুক্তি পাবে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’। গত ১ লা ডিসেম্বর প্রকাশ‍্যে এসেছে বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। সেখানেই ছেলে দেবের বিয়ে নিয়ে পরিকল্পনা করতে দেখা গিয়েছে বাবা মিঠুনকে।

এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দেব এবং মিঠুন‌। সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করছেন মহাগুরু। দেব পেশায় একজন ওয়েডিং প্ল‍্যানার। তাঁর বান্ধবীর চরিত্রে দেখা যাবে ‘যমুনা ঢাকি’ খ‍্যাত শ্বেতাকে। রয়েছেন কৌশানী এবং মমতা শঙ্করও। ‘মৃগয়া’ ছবির প‍র প্রজাপতির মাধ‍্যমেই আবারো মিঠুন মমতাকে একসঙ্গে দেখতে পারবে বাংলার দর্শক‌। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে প্রজাপতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর