বাংলাহান্ট ডেস্ক: শাহরুখের (Shahrukh Khan) ‘পাঠান’ ঘিরে বিতর্ক থামার নামই নেই। ধর্মাবেগে আঘাতের অভিযোগে কিং খানের ছবির বিরুদ্ধে এককাট্টা হয়ে সুর চড়িয়েছেন বিভিন্ন হিন্দু এবং মুসলিম সংগঠনগুলি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিনেতার পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র সেটেও শুরু হয়েছে বিক্ষোভ। হনুমান চালিশা পাঠ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে।
শুক্রবার জব্বলপুরের ভেদাঘাটে ‘ডাঙ্কি’র শুটিং লোকেশনে ভিড় করে কর্ণি সেনা এবং অন্যান্য কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ওই স্থানে ডাঙ্কির শুটিং হচ্ছে শুনেই জমায়েত করে একটা বড় সংখ্যক বিক্ষোভকারী। হাতে গেরুয়া আর কালো রঙের পতাকা নিয়ে স্লোগান দিতে শোনা যায় তাদের। হনুমান চালিশা পাঠ করেও বিক্ষোভ দেখান অনেকে।
বিক্ষোভকারীরা দাবি করেন, ১০ মিনিটের মধ্যে শুটিং বন্ধ করতে হবে। যদিও তাদের হুমকি সত্ত্বেও বন্ধ হয়নি শুটিং। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে এলাকা পুলিস দিয়ে ঘিরে ফেলা হয়। ‘বেশরম রঙ’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভকারীরা বলেন, গেরুয়া রঙকে অশ্লীল ভাবে দেখানো হয়েছে ‘পাঠান’ ছবিতে। পবিত্র নম্রদা নদীর তীরে এসব ছবির শুটিং বন্ধ করতে হবে। সেই সঙ্গে তারা আরো দাবি করেন, শুটিং বন্ধ করে জায়গাটা গোমূত্র দিয়ে শুদ্ধ করতে হবে।
লখনউতেও বিক্ষোভ প্রদর্শন করেছে কর্ণি সেনা। অযোধ্যার হনুমান গঢ়ীর মহন্ত রাজু দাসও ক্ষোভ উগরে দিয়েছেন পাঠানের বিরুদ্ধে। দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনির প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, পাঠান ছবিটি নিষিদ্ধ করা হোক। সেই সঙ্গে যে প্রেক্ষাগৃহেই পাঠান দেখানো হবে সেটাই জ্বালিয়ে দেওয়ার ডাক দিলেন মহন্ত।
একটি ভিডিওতে তিনি বলেন, ‘পাঠান ছবিতে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। আমি সবার কাছে আর্জি জানাচ্ছি যে, যে সব প্রেক্ষাগৃহে পাঠান দেখানো হবে সেগুলো জ্বালিয়ে দেওয়া হোক। তিনি আরো বলেন, বলিউড এবং হলিউডে বারংবার হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। হিন্দু দেব দেবীদের অসম্মান করা হয়েছে।
বেশরম রঙ গানের প্রসঙ্গ তুলে মহন্ত বলেন, গেরুয়া রঙের বিকিনি পরে দীপিকার ওভাবে নাচার কী প্রয়োজন ছিল? শাহরুখ বারবার সনাতন ধর্মকে অপমান করেছেন। ইচ্ছা করেই এসব করানো হয়েছে বলেও বিষ্ফোরক অভিযোগ করেছেন মহন্ত রাজু দাস।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা