বাংলা হান্ট নিউজ ডেস্ক: মরিয়া চেষ্টা করেও হলো না লাভ। এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খোয়ালো ভারতীয় মহিলা দল। মুম্বাইয়ের ব্রিভার স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার কাছে হরমনপ্রীতের দল ৭ রানে হারতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে অজিরা। ইলিসা পেরির ব্যাটে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতলো তারা।
আজ মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। সাত ওভার এর মধ্যে মাত্র ৪৬ রানে অস্ট্রেলিয়ার দুটি গুরুত্বপূর্ণ উইকেটে তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা। এরপর চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি।
কিন্তু এরপর ম্যাচের রং বদলে গার্ডনার ও পেরির জুটি। গার্ডনার ড্রেসিংরুমে ফেরেন দীপ্তি শর্মার দ্বিতীয় শিকার হিসেবে ৪২ রান করে। কিন্তু গ্রেস হ্যারিসের (২৭) সাথে মিলে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানের স্কোরে পৌঁছে দেন ইলিসা পেরি। নিজে অপরাজিত থাকেন ৪২ বলে ৭২ রান করে।
এরপর অবশ্য ভারতের শুরুটা হয়েছিল ইতিবাচক ভাবেই। কিন্তু দুই ওপেন আর স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মা ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ব্যর্থ হয়েছিলেন জেমিমা রদ্রিগেজও। হরমনপ্রীত (৪৬), দেবিকা (৩২), দীপ্তিদের (১২) লড়াই সত্ত্বেও ৭ রান দূরে ১৮১-তেই থামতে হয় ভারতকে।
সিরিজ হারলেও গোটা সিরিজ জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন বাংলার উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ।আজকেও ১৯ বলে ৪০ রানের একটি মারকাটারি ইনিংস খেলে ভারতকে শেষ ওভার অবধি লড়াইয়ে রেখেছিলেন তিনি। এর আগে সিরিজে একমাত্র যে ম্যাচটি ভারত জিতেছে সুপার ওভারে সেই ম্যাচটিতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিচা। সিরিজ থেকে ভারতের প্রাপ্তি রিচার ফর্মই।