বাংলাহান্ট ডেস্ক : বিমান টেক অফ করার পর পাইলট তার নিজের মুখে স্বাগত জানান যাত্রীদের। এছাড়াও বিভিন্ন নির্দেশিকা যেমন সিট বেল্ট বেঁধে নেওয়া, যাত্রী নিরাপত্তা ইত্যাদি বিষয় পাইলট তার কণ্ঠস্বরের মাধ্যমে যাত্রীদের বলতে থাকেন। দীর্ঘ আকাশ পথের যাত্রা অনেকটাই নির্ভর করে এই পাইলটের দক্ষতার উপর।
কয়েক হাজার ফুট উপরে একমাত্র পাইলটের ভরসাতেই মানুষ নিশ্চিন্তে আকাশ পথে ভ্রমন করতে পারে। কিন্তু বেশিরভাগ সময় বিমান ছাড়ার আগে পাইলট যে ঘোষণা দেন তাতে কোন বিশেষত্ব দেখা যায় না। কিন্তু spicejet এর এক পাইলটের অভিনব কায়দায় ঘোষণা রীতিমতো মন কেড়েছে যাত্রীদের। পাইলটের এই কাণ্ড এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও।
দিল্লি থেকে শ্রীনগর যাওয়া একটি স্পাইসজেটের বিমানের ঘটনা। বিমান ছাড়ার পূর্বে পাইলট ছন্দ মিলিয়ে ঘোষণা শুরু করেন। সেই অভিনব ঘোষণা ফোনে রেকর্ড করে নেন বিমানের কোন যাত্রী। সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার পর স্পাইসজেট এই ভিডিওটি রিটুইট করেছে।
টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয় Eepsita নামক একটি অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওতে শোনা যাচ্ছে পাইলট বেশ ছন্দ মিলিয়ে মজার ছলে ঘোষনা করছেন। বিমানের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা তিনি দিচ্ছেন কবিতার ভঙ্গিতে। অন্যদিকে, পাইলটের এই ঘোষণা শোনার পর হাসতেও শোনা যাচ্ছে যাত্রীদের।
In a @flyspicejet flight from Delhi to Srinagar & omg, the captain killed it!
They started off in English, but I only began recording later.
Idk if this is a new marketing track or it was the captain himself, but this was so entertaining & endearing! pic.twitter.com/s7vPE2MOeP
— Eepsita Gupta (@Eepsita) December 16, 2022
এই ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন। কেউ কেউ বাহবা দিয়েছেন এই পাইলটকে। একজন যেমন লিখেছেন, “বিমারের একঘেয়ে ঘোষণা শোনার থেকে এই পাইলট আমাদের নতুনত্ব কিছু দিয়েছেন।” এছাড়াও নানারকম মজার কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।