ওষুধ চিনতে আর হবে না সমস্যা! ডাক্তারদের হাতের লেখা পড়তে নয়া উদ্যোগ গুগল ইন্ডিয়ার

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন সংস্থা গুগল ভারতীয় ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার এনেছে। গুগল এই উদ্যোগের নাম দিয়েছে গুগল ফর ইন্ডিয়া। এবার ভারতীয় ডাক্তারদের হাতের লেখা যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেই জন্য নতুন পন্থা বার করল মার্কিন এই টেক জায়েন্ট। অনেক সময় ডাক্তারবাবুদের হাতে লেখা প্রেসক্রিপশন সাধারণ মানুষ বুঝতে পারেন না। ওষুধের নাম বহু ক্ষেত্রেই বোধগম্য হয় না সাধারণ মানুষের।

প্রেসক্রিপশনের মানে বুঝতে অনেক সময় সমস্যায় পড়তে হয় রোগীকে। অথবা কোন ওষুধ কোন সময় কতবার খেতে হবে সেটাও বুঝতে পারেন না রোগী। সাধারণ মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে গুগল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে গুগলের এই নতুন ফিচার সাধারণ মানুষের খুবই কাজে লাগবে।

গুগল এমন একটি ফিচার আনতে চলেছে যার সাহায্য ডাক্তারদের হাতে লেখা প্রেসক্রিপশন সহজেই রোগীরা পড়তে পারবেন। এই ফিচারটির মূল কাজই হবে ডাক্তারদের জড়ানো-পেঁচানো লেখার মানে উদ্ধার করা। এই ফিচারটি চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এর সাথে যুক্ত হবে মডেল লার্নিং ফিচার। গুগলের এই সার্চ ইঞ্জিন পেসক্রিপশন এর লেখা ওষুধের নাম এর ফলে সহজেই চিনতে পারবে।jpg 20221220 145816 0000

গুগল ভারতীয়দের জন্য আরও কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে। জানা গেছে গুগল ফাইল অ্যাপ এর সাথে যুক্ত করা হবে ডিজি লকার অ্যাপকে। গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত নথিপত্র সুরক্ষিতভাবে সেভ করে রাখা যাবে এই ডিজি লকারে। এছাড়াও কোন স্ক্রিনশট ও ক্যাপশন দিয়ে সার্চ করা যাবে গুগলে। সেই স্ক্রিনশট বা ক্যাপশন এর মাধ্যমেই তথ্য পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও গুগলের সার্চ ইঞ্জিন নতুন মাল্টি সার্চ ফিচারের সুবিধাও আনতে চলেছে বলে জানা গেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর