বাংলাহান্ট ডেস্ক: টুইটারে নিজের পদ নিয়ে বড় খবর দিলেন সিইও ইলন মাস্ক (Elon Musk)। চলতি বছরের অক্টোবর থেকে দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ইলন। প্রাক্তন সিইও পরাগ অগরওয়াল সহ টুইটারের একাধিক শীর্ষকর্তাকে সরিয়ে দিয়েছেন। এছাড়াও মুহূর্তের মধ্যে একাধিক কর্মীকেও ছাঁটাই করেছেন ইলন মাস্ক। একইসঙ্গে টুইটারে একাধিক বদলও এনেছিলেন মাস্ক।
এ বার বিশ্বের ধনীতম ব্যক্তি জানালেন, আগামী দিনে টুইটারের সিইও পদ থেক ইস্তফা দেবেন তিনি। এ নিয়ে টুইটারে একটি ভোটাভুটিও করেন ইলন। সেখানে ব্যবহারীদের জিজ্ঞেস করেন, তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেবেন কি না। পাশাপাশি তিনি এও জানান, ওই ভোটের ফল অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অধিকাংশ মানুষই ইলনের টুইটার ছেড়ে দেওয়ার বিকল্পে সম্মতি দেন।
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022
সেই ভোটাভুটির পর এ বিষয়ে মুখ খুললেন ইলন মাস্ক। তিনি বলেন, নিজের বিকল্প খুঁজে পেলেই টুইটারের সিইও-র পদ থেকে ইস্তফা দেবেন এই ধনকুবের। কিন্তু তা বলে পুরোপুরি টুইটার ছাড়ছেন না মাস্ক। জানিয়েছেন, সিইও-র পদ থেকে ইস্তফা দেওয়ার পর সার্ভার ও সফটওয়্যার টিমের দায়িত্ব সামলাবেন তিনি।
উল্লেখ্য, নিজের পদ নিয়ে টুইটারে ভোটে ৫০ শতাংশের বেশি মানুষ ‘হ্যাঁ’ বিকল্পে ভোট দেন। সেই থেকেই জল্পনা ছিল, ইলন সিইও-র পদ থেকে আদৌ ইস্তফা দেবেন কি না। তারপর এ বিষয়ে তিনি নিজেই মুখ খুললেন। তাই ভোট হলেও আপাতত তিনিই থাকছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মাথায়। প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছিল, টুইটারের জন্য নতুন বিনিয়োগকারী খুঁজছেন ইলন।
একাধিক রিপোর্টে দাবি করা হয়, টুইটারের জন্য নতুন বিনিয়োগকারী খুঁজছেন ইলন মাস্কের পারিবারিক অফিসের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি, মাস্কের অর্থনৈতিক ব্যবস্থাপক জ্যারেড বারচলও কিছু বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনটাই দাবি করা হয়েছিল রিপোর্টে। চলতি বছরের এপ্রিলে টুইটার কেনার ঘোষণা করেছিলেন ইলন। তবে মাঝে পিছিয়ে এসেছিলেন। এরপর অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এই প্ল্যাটফর্ম কিনে নেন তিনি।