বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শ্রীলঙ্কার (Srilanka) অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। তবে, এই কঠিন সময়ে ভারত (India) এই প্রতিবেশী দেশকে যথেষ্ট সাহায্য করেছে। এমতাবস্থায়, এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। মূলত, ডলারের সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা এবার ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।
আপাতত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) অনুমোদনের অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank Of Srilanka)। RBI-এর অনুমোদনের পর শ্রীলঙ্কা ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবে।
এই প্রসঙ্গে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শ্রীলঙ্কা ব্যাঙ্ক স্পেশাল ভস্ট্রো রুপি অ্যাকাউন্ট (Special Vostro Rupee Account) খুলেছে। এই অ্যাকাউন্ট খোলার পরে, শ্রীলঙ্কার জনগণ ফিজিক্যাল ফর্মে ৮,২৬,৮৩২ টাকা রাখতে পারবেন। এছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের জনগণ একে অপরের সাথে ব্যবসা করতে ডলারের পরিবর্তে টাকার ব্যবহারও করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাশিয়া খুব শীঘ্রই ভারতীয় মুদ্রার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন শুরু করার ক্ষেত্রে প্রথম দেশ হয়ে উঠতে পারে।
এতে ভারতীয় মুদ্রার কি লাভ হবে: সাধারণত, আমরা দেশের যেকোনো বাজারের একটি দোকান থেকে যখন কোনো পণ্য কিনি, তখন আমরা টাকায় লেনদেন করি। কিন্তু বিদেশ থেকে যখন পণ্য কেনা-বেচা হয়, তখন তার জন্য ডলারের ব্যবহার করা হয়। যার সুফল পায় আমেরিকা। কিন্তু বিভিন্ন দেশ যখন ভারতীয় মুদ্রার মাধ্যমে লেনদেন শুরু করবে তখন ডলারের আধিপত্য বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
এইসব দেশও ভারতীয় মুদ্রায় লেনদেনের কথা ভাবছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুধু শ্রীলঙ্কা ও রাশিয়াই নয়, এর পাশাপাশি তাজাকিস্তান, কিউবা এবং সুদানের মতো দেশও ভারতীয় মুদ্রা মারফত লেনদেন করার প্রতি আকৃষ্ট হচ্ছে। এমতাবস্থায়, টাকার আন্তর্জাতিক জনপ্রিয়তার সুবিধা ভারতীয় অর্থনীতির জন্য খুবই উপকারী হতে পারে। পাশাপাশি, এতে ভারতের বাণিজ্যিক ঘাটতিও কমবে।