আর শুক্রবার নয়, এবার সাপ্তাহিক ছুটি থাকবে রবিবার! উত্তর প্রদেশের মাদ্রাসাগুলিকে ফরমান যোগির

বাংলা হান্ট ডেস্ক : মাদ্রাসা (Madrasa) নিয়ে বড় সিদ্ধান্ত উত্তর প্রদেশের (UP) যোগি সরকারের। এবার শুক্রবারের বদলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাপ্তাহিক ছুটি দেওয়া হবে রবিবার। গতকাল বুধবার এমন প্রস্তাবই দেওয়া হয় মাদ্রসা (Madrasa Education Board) শিক্ষা বোর্ডকে। এই প্রস্তাবের পরই সর্বাত্মক বিরোধিতা শুরু করেছে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষকদের সংগঠন। ওই সংগঠনের সম্পাদক দিওয়ান সাহিব জমান জানান, ‘দীর্ঘ দিন ধরেই মাদ্রাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে। তা ভাঙা একেবারেই ঠিক হবে না।’

উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ বলেন, ‘ এখনই সব কিছু ঠিক হয়ে যায়নি। আগামী জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

   

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে দশেরা এবং বড়দিনে ছুটি চালু করেছে যোগি সরকার। উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদ্রাসার দৈনিক প্রার্থনায় পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক ভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাবও পাশ হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাদ্রাসা বোর্ডের এই বদল দেখে ক্ষুব্ধ বিরোধীরা। হিন্দুত্ববাদের রাজনীতি সারা দেশে অব্যাহত রাখার চেষ্টা করছে বিজেপি সরকার। এমনই দাবি ওয়াকিবহাল মহলের।

এর আগে ২০১৮ সালে উত্তরপ্রদেশের মাদ্রাসায় ছুটিতে প্রথম বদল আনে যোগি সরকার। আগে মুসলমান পর্ব ছাড়া মাদ্রাসায় ছুটি থাকত দুদিন। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন ও দোল উৎসবের। সে বছর তার সঙ্গে যুক্তি হয় বিজয়া দশমী, দীপাবলী, মহাবীর জয়ন্তী, বুদ্ধপূর্ণিমা, রাখি পূর্ণিমা ও বড়দিনের ছুটিও।এরপর আবার শুক্রবারের বদলে রবিবার ছুটি ঘোষণার সিদ্ধান্ত মানতে নারাজ মাদ্রাসার শিক্ষক সংগঠন।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর