মীরপুরে বাদ গত ম্যাচের সেরা ক্রিকেটার কুলদীপ! চূড়ান্ত সমালোচিত হচ্ছেন লোকেশ রাহুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ, ২২ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে চট্টগ্রামের মাটিতে দুর্দান্ত জয় পেয়েছিল ভারতীয় দল। মিরপুরের মাটিতেও জয় দিয়েই এই সিরিজ শেষ করতে চান লোকেশ রাহুলরা। এই সিরিজটি ২-০ ফলে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে ভারতীয় দল।

কিন্তু মাঠে নামার আগে থেকেই লোকেশ রাহুল এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর একটি সিদ্ধান্ত নিয়ে সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। গত ম্যাচে ম্যাচের সেরা হওয়া চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব কে এই ম্যাচের একাদশ থেকে ছুটে ফেলা হয়েছে। কুলদীপ গত ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং তো করেইছিলেন, সেই সঙ্গে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ যোগদান রেখেছিলেন দলের জয়ে।

বাংলাদেশের পিচগুলি সাধারণত স্পিনারদের সাহায্য করে এবং এক্ষেত্রেও তেমনটাই হবে এমনটা আশা করা যায়। তা সত্ত্বেও ঢাকতে কেন কুলদীপ যাদবকে বাদ দেওয়া হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্রথম টেস্ট ম্যাচে দীর্ঘদিন পরে ভারতীয় দলের হয়ে বৃহত্তম ফরম্যাটে মাঠে নেমে ৮ উইকেট তুলেছিলেন কুলদীপ ২ ইনিংস মিলিয়ে। পিচ যেমনই হোক, তার মত তারকা বোলারকে এরকম পারফরম‍্যান্সের পরে বসিয়ে দেওয়াটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।

তার জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার জয়দেব উনদকাট। নিজের প্রথম টেস্টটি খেলেছিলেন তিনি ১৬ই ডিসেম্বর ২০১০ সালে। পাক্কা ১২ বছর পরে আজ ২২শে ডিসেম্বর নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামছেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ ফের একবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর আজ বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেওয়ার পর তিনি ইতিমধ্যে নিজের দ্বিতীয় টেস্টের প্রথম উইকেটটি পেয়ে গিয়েছেন। লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর দুই উইকেট হারিয়ে ৮২। অপর ওপেনারকে ফিরিয়েছেন রবি অশ্বিন।

jaydev unadkat

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনদকাট, উমেশ যাদব, মহম্মদ সিরাজ,


Reetabrata Deb

সম্পর্কিত খবর