বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং তিনবারের বিশ্বজয়ী পেলের শরীর গত কিছু সময় ধরে একেবারেই ভালো যাচ্ছে না। গত কয়েকবছর ধরে শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপ চলাকালীন ফের একবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন স্বাস্থ্যকেন্দ্রে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে যে তার শরীরে উপস্থিত ক্যান্সারের পরিস্থিতির গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে বলে খবর দিয়েছেন সেই চিকিৎসকগণ যারা তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। ফলে এবারের ক্রিসমাস তাকে হাসপাতালে শুয়েই কাটাতে হবে।
পেলেকে নিয়ে কিছুদিন আগে নানান রকম বিতর্কিত পোস্টও করা হয়েছিল নানা দেশের নানা সাংবাদমাধ্যমের তরফ থেকে। এমন কথাও রটিয়ে দেওয়া হয়েছিল যে তিনি নাকি মারা গিয়েছেন। কিন্তু পরে নিজেই সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে সকলের আশঙ্কার অবসান ঘটিয়েছিলেন ফুটবল সম্রাট।
তার সাধের ব্রাজিল চলতি বিশ্বকাপে একেবারেই নিজের সুনাম বজায় রেখে পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতেছিলেন নেইমাররা। সেই ম্যাচ জেতার পরে পেলের ছবি আঁকা একটা ব্যানার হাতে তার সুস্থতা কামনা করেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
পেলে বরাবরই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায় বা মেসির বিশ্বকাপ জয়ে তাদের সমবেদনা ও শুভেচ্ছা জানাতে ভোলেননি।