বাংলাহান্ট ডেস্ক: অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এমন একজন অভিনেতা যিনি তারকা সন্তান হওয়ার সুবিধা তো পানইনি, বরং ট্রোলড হয়েছেন ভরপুর। বাবা মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে বারংবার তুলনা টানা হয়েছে তাঁর। অভিষেকের অভিনয় দক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। মানুষ ‘বেকার’ বলে খোঁটা দিয়েছেন তাঁকে। অভিষেকের সেরা অভিনেতা হওয়ার পুরস্কার সেইসব নিন্দুকদের মুখে নিঃশব্দে সপাটে চড় মেরেছে।
সম্প্রতি অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২২। সেখানেই ‘বেস্ট ফিল্ম ওয়েব অরিজিনাল’ বিভাগে সেরার সম্মান জিতে নেয় অভিষেক অভিনীত ‘দশভি’। অভিষেক পান সেরা অভিনেতার পুরস্কার। ছেলের এই সাফল্য আবেগপ্রবণ করে তুলেছে অমিতাভকে।
সুখবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিগ বি লিখেছেন, ‘আমার গর্ব, আমার আনন্দ। তুমি নিজের দিকটা প্রমাণ করে দিয়েছো। তোমাকে নিয়ে উপহাস করা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল, তাচ্ছিল্য করা হয়েছিল। কিন্তু তুমি নিঃশব্দে নিজের ক্ষমতা প্রমাণ করেছো। তুমি সেরা আছো এবং থাকবে।
অভিনয়ে বচ্চন পরিবারের উত্তরসূরী অভিষেক। স্বাভাবিক ভাবেই তাঁর কাঁধে দায়িত্বের বোঝা। এমনিতেই অমিতাভের সঙ্গে বরাবর তুলনা টানা হয়েছে তাঁর। এমনকি স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সামনেও অভিষেককে অপমান করার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু অভিষেক প্রতিবারই বুদ্ধিমত্তার সঙ্গে ট্রোলের জবাব দিয়েছেন
উল্লেখ্য, ‘দশভি’ ছবির ট্রেলার দেখেই অমিতাভ ঘোষনা করেছিলেন, অভিষেকই তাঁর উত্তরাধিকারী। হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার দুই লাইন তুলে অমিতাভ হিন্দিতে লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে সেই আমার ছেলে হবে।’
তারপর ফের একটি ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। এক নির্মীয়মান বহুতলের সামনে বিরাট হোর্ডিংয়ে লাগানো ‘দশভি’র পোস্টার শেয়ার করে অভিষেক অভিনীত চরিত্রের একটি সংলাপ লিখেছিলেন তিনি।
https://www.instagram.com/p/CmdQGX8I6GC/?igshid=YmMyMTA2M2Y=
অমিতাভ লিখেছিলেন, ‘অমর আকবর অ্যান্থনির সংলাপ এখানে লেগে গেল।’ তারপর নিজের বাবার কবিতা আরো একবার উল্লেখ করে বিগ বি লিখেছিলেন, ‘অভিষেক, আমার উত্তরাধিকারী, আমার গর্ব, তোমার জন্য গর্বিত।’